‘স্কার্ট ওয়ালি বাই’, ফের বিজেপির কুরুচিকর আক্রমণের মুখে প্রিয়ঙ্কা গান্ধী বঢরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মীরট: রাজনীতির ময়দানে পা দেওয়ার পর থেকেই বিজেপি নেতাদের কুরুচিকর আক্রমনের মুখে পড়তে হচ্ছে প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে। এবার প্রকাশ্য জনসভায় তাঁকে ‘স্কার্ট ওয়ালি বাই’ বললেন বিজেপি নেতা জয়করণ গুপ্তা। মীরটের জনসভায় এই নেতা বলেন, ‘একজন কংগ্রেস নেতা গলা উঁচু করে জিজ্ঞাসা করেন, আচ্ছে দিন দেখেছেন? যখন স্কার্ট ওয়ালি বাই শাড়ি পরে মন্দিরে যায়, তখন আর আচ্ছে দিন দেখা যায় না।’ তিনি কংগ্রেসকে কটাক্ষ করে আরও মন্তব্য করেন, ‘যারা আগে গঙ্গাকে এড়িয়ে যেত, তারাই আজ সেই গঙ্গাকে পবিত্র বলে মনে করছে।’ এনডিটিভির খবর অনুযায়ী এরপরই গুপ্তা বলেন,’আজকাল বহু মানুষই এ কাজ করছেন আমার বয়ানের সঙ্গে কার কথা মিলছে তা আপনারা বুঝে নিন।’

প্রিয়ঙ্কা গান্ধী রাজনীতিতে পা রাখার কিছুদিন পর থেকেই তাঁকে ঘিরে নানা ধরনের কটূ মন্তব্য ছোঁড়াছুঁড়ি হয়েছে। এর আগে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী বলেছেন, নেতার অভাব পড়েছে বলে সুন্দর মুখ এনে প্রচার করতে চাইছে কংগ্রেস। গুজরাটের আনন্দ এলাকার বিজয় সংকল্প সভায় কেন্দ্রীয় মন্ত্রী মুকেশ মান্দাভিয়া প্রিয়ঙ্কাকে কটাক্ষ বলেন,’ এ কথা ঠিক ওঁকে দেখতে ঠাকুমার মত। নাকটা পুরোপুরি এক। কিন্তু নাক একরকম বলেই ক্ষমতা পাওয়া যাবে না। তা যদি হতো তাহলে চীনের প্রতিটি বাড়ি থেকেই প্রেসিডেন্ট হত।’  প্রিয়ঙ্কা রাজনীতিতে যোগ দিচ্ছেন এই খবর পেয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা সুশীল কুমার মোদী বলেন, রাজনীতি কুস্তির আখড়া নয় আর এখানে কোন সৌন্দর্য প্রতিযোগিতাও হয় না। অন্য কোন প্রতিযোগিতাও হয় না। তাহলে প্রিয়ঙ্কা রাজনীতিতে যোগ দিচ্ছেন কেন? বিহারের আরেক মন্ত্রী বিনোদ নারায়ন ওঝা বলেন ,’সুন্দরী হওয়া ছাড়া প্রিয়ঙ্কা গান্ধীর মধ্যে কোন গুণ নেই। এত রূপ দিয়ে প্রকৃতি তাঁর ওপর সত্যিই কৃপা করেছে। কিন্তু কংগ্রেসের বোঝা উচিত সৌন্দর্য দিয়ে ভোটার টানা যায় না।’

এসবের পাল্টা জবাব দিতে ছাড়েনি কংগ্রেসও। মধ্যপ্রদেশের মন্ত্রী সজ্জন সিং বলেন, এটা বিজেপির দুর্ভাগ্য যে ওদের দলে প্রিয়াঙ্কা গান্ধীর মত কোনও সুন্দরী নেত্রী নেই। শুধু এক হেমা মালিনীই রয়েছে। আর ভোটের আগে তাঁকে দিয়ে ক্লাসিক্যাল ডান্স করিয়ে প্রচার চালায় বিজেপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest