#BREAKING: হল না জামিন,২৯ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে নীরব মোদী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লন্ডন: জামিন হল না নীরব মোদীর। ওয়েস্টমিন্সটার  আদালতের তরফ থেকে পরোয়ানা জারি করার পর ১৯ মার্চ,মোদীকে গ্রেফতার করে স্কোটল্যান্ড ইয়ার্ড। জানা গিয়েছে,২৯ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হবে পিএনবি মামলার মূল অভিযুক্তকে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রধান অভিযুক্ত নীরব মোদী দেশ থেকে পালিয়ে লন্ডনে আশ্রয় নিয়েছেন। জানা গিয়েছে, সেখানে তিনি নাকি আবার হিরের ব্যবসা ফেঁদে বসেছেন। নীরবকে ভারতে প্রত্যর্পণের জন্য কিছু দিন আগেই ইংল্যান্ডের কাছে আবেদন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পরই দিন তিনেক আগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ইংল্যান্ডের আদালত।

তার পরেই তাঁকে ধরতে ময়দানে নামে পুলিশ।বেশ কিছু দিন ধরেই তাঁকে গ্রেফতারির সম্ভাবনা তৈরি হচ্ছিল। গত কয়েক সপ্তাহে তাঁকে বেশ কয়েক বার দেখাও যায় লন্ডনের বিভিন্ন জায়গায়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি প্রতিবারই ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে গিয়েছেন।

নীরব মোদীকে গ্রেফতার করা হলেও তাঁকে ভারতে ফেরত নিয়ে আসাটা খুব একটা সহজ হবে না। কারণ, বিজয় মালিয়ার ক্ষেত্রেও ইংল্যান্ডের কাছ থেকে ভারতে প্রত্যর্পণের সবুজ সঙ্কেত পেতে দীর্ঘ আইনি রাস্তায় হাঁটতে হয়েছিল ভারতকে।

বুধবার দুপুরে খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। নীরবের গ্রেফতারির পিছনে কেন্দ্রের কোনও কৃতিত্ব নেই বলে দাবি করেন তিনি। টুইটে ওমর লেখেন, ‘আমার অনুমান নীরব মোদীর গ্রেফতারি নরেন্দ্র মোদীর সাফল্য বলে প্রচার শুরু করবে বিজেপি। যদিও তাদের মনে রাখা উচিত নরেন্দ্র মোদী বা তাঁর তদন্তকারী সংস্থা নয়, নীরব মোদীকে গ্রেফতার করিয়েছে দ্য টেলিগ্রাফ ও তার সাংবাদিক।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest