হাওড়ার জগন্নাথ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই রাসায়নিক গুদাম, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: ফের শহর কলকাতায় বিধ্বংসী আগুন। পুড়ে ছাই একটা আস্ত গুদাম। তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই।

শুক্রবার রাত আড়াইটে নাগাদ হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাটের একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। তার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও, এখনও পর্যন্ত আগুন নেভানো যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন। রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। আপ্রাণ চেষ্টায় এ দিন সকালে সওয়া আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এনে ফেলে দমকল। তাই আগুন ছড়িয়ে পড়ার আর সম্ভাবনা নেই তেমন। তবে আগুন নেভাতে আজ সারাদিল লেগে যেতে পারে বলে জানিয়েছেন এক দমকল কর্মী। ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্ৰী সুজিত বসু এবং দমকলের ডিজি জগমোহন। ঠিক কী কারণে এই বিধ্বংসী আগুন লেগেছে সে ব্যাপারে সঠিক ভাবে কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাসায়নিক গুদামের পাশেই রয়েছে ঝুপড়ি৷ ওই ঝুপড়িরই বেশ কয়েকজন রাতে মদ্যপান করছিল৷ সেই সময় তাঁরা সিগারেট জ্বালানোর পর দেশলাই কাঠি ফেলে দেন৷ ওই আগুন থেকে নিমেষে জতুগৃহের চেহারা নেয় জগন্নাথ ঘাটের রাসায়নিক গুদাম৷ অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে হাওড়া ব্রিজ-সহ গুদামের আশেপাশের এলাকা৷ এই অগ্নিকাণ্ডের পর সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ দমকল কর্মীদের দাবি, বাগরি কাণ্ড থেকেও শিক্ষা নেয়নি জগন্নাথ ঘাটের এই রাসায়নিক গুদাম কর্তৃপক্ষ৷ প্রচুর পরিমাণ রাসায়নিক দ্রব্য মজুত করা হলেও ওই গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা মোটেও যথোপযুক্ত ছিল না৷ তাই আগুন মুহূর্তের মধ্যেই এমন ভয়াবহ রূপ নিয়েছে৷ অগ্নিকাণ্ডের জেরে  রাসায়নিক গুদামে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ তবে ধসে পড়েছে গুদামের ছাদের একাংশ৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest