হোয়াটসঅ্যাপে রমজান স্টিকার ডাউনলোড আর ইনস্টল করার পদ্ধতি জেনে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ইসলাম ধর্মাবলম্বিদের পবিত্র মাস -রমজান। সেই কারণে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে স্টিকারের মাধ্যমে শুভেচ্ছা পাঠানোর ব্যবস্থা। প্রায় সব রকম অনুষ্ঠানের জন্যই স্টিকার রয়েছে। রমজান উপলক্ষেও রয়েছে হোয়াটসঅ্যাপে স্টিকার। দেখে নেওয়া যাক কী ভাবে এগুলি ডাউনলোড আর ইনস্টল করা যাবে।

ডাউনলোড –

হোয়াটসঅ্যাপ অন করতে হবে।

ইমোজি আইকনে ক্লিক করতে হবে।

এবার স্টিকার আইকনে ক্লিক করতে হবে।

এর পর প্লাস আইকনে ক্লিক করতে হবে।

সেখানে প্রচুর স্টিকার অপশন পাওয়া যাবে।

তা ছাড়া থার্ড পার্টি স্টিকারও নেওয়া যেতে পারে।

তার জন্য নীচের দিকে একটি অপশন আছে ‘গেট মোর স্টিকার’। সেখানে ক্লিক করতে হবে।

তারপর প্লে স্টোর থেকে ‘হোয়াটসঅ্যাপ স্টিকার অ্যাপ’ দেখতে পাওয়া যাবে। সার্চ বারে লিখতে হবে রমজান। তার পরই দেখতে পাওয়া যাবে স্টিকার অ্যপ।

ramadan 1

আবার সরাসরি প্লে স্টোর থেকেও রমজান সার্চ দিয়ে স্টিকার ডাউনলোড করা যাবে।

ইনস্টল –

অ্যাপ ওপেন হয়ে গেলেই তাতে ক্লিক করতে হবে।

সেটি ডাউনলোড করতে হবে।

এই ভাবে ডাউনলোড করার পর তা হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয়ে যাবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest