২০ জুন প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#কলকাতা: ভোটের জন্য পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। মে মাসের ২৬ তারিখ হয়েছিল পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষা। তার ঠিক ২৪ দিনের মাথায় ২০ জুন প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং-এর ফলাফল।

দুপুর ২টো থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। গত ২৬ মে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার ৩০২ টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রাস (ইঞ্জিনিয়রিং) পরীক্ষা পরিচালিত হয়েছিল।

দু’লক্ষ ১৩ হাজার ছাত্রছাত্রী এ বার ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষা দিয়েছিল। ফলাফল বেরোবার পরেই শুরু হবে সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির কাউন্সেলিং।

গত কয়েক বছর ধরেই ইঞ্জিনিয়ারিং-এ খানিকটা খড়া চলছে। বেসরকারি তো বটেই, অনেক সরকারি কলেজেই খালি থাকছে আসন। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে তবু ছাত্রছাত্রীদের চাহিদা থাকলেও, সিভিল বা অন্য ক্ষেত্রে সেই চাহিদা নেই বলেই মত শিক্ষা মহলের অনেকের। এখন দেখার ২০১৯-এর ফল প্রকাশের পর সেই পরিস্থিতি কতটা বদলায়। বা আদৌ বদলায় কি না।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest