২৫ আসনে প্রার্থীতালিকা ঘোষণা বামেদের, ক্ষুব্ধ কংগ্রেস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা : এ বারের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের আলোচনা চলছে দীর্ঘ দিন ধরেই। ফ্রন্ট সূত্রে খবর, শুক্রবার বিকেলে বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, ২৫টি আসনে বামপ্রার্থীর তালিকা প্রকাশ করা হবে এ দিনই।সেইমত শনিবার বিকেলে একতরফা প্রার্থী ঘোষণা করে দিল আলিমুদ্দিন স্ট্রিট।আগেই রায়গঞ্জ এবং মুর্শিদাবাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল সিপিএম। এদিন আরও ২৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বামফ্রন্ট। এই ২৫টির মধ্যে সিপিএম লড়বে ১৬টি আসনে এবং শরিকরা লড়বে বাকি ৯টি আসনে। দার্জিলিং আসনে থাকছে দুই দলের যৌথ প্রার্থী। বাকি ১২টি আসন নিয়ে এখনও আলোচনা হয়নি। দেখে নিন সিপিএমের চূড়ান্ত প্রার্থী তালিকা-

কোচবিহার: গোবিন্দ দাস (ফব)

আলিপুরদুয়ার: মিলি ওরাওঁ (আরএসপি)

জলপাইগুড়ি: ভগীরথ রায় (সিপিএম)

রায়গঞ্জ: মহম্মদ সেলিম (সিপিএম)

বালুরঘাট: রণেন বর্মন (আরএসপি)

মুর্শিদাবাদ: বদরুদ্দোজা খান (সিপিএম)

রানাঘাট: রমা বিশ্বাস (সিপিএম)

রনগাঁ: অলোকেশ দাস (সিপিএম)

দমদম: নেপালদেব ভট্টাচার্য (সিপিএম)

বারাসত: হরিপদ বিশ্বাস (ফব)

বসিরহাট: পল্লব সেনগুপ্ত (সিপিআই)

জয়নগর: সুভাষ নস্কর (আরএসপি))

ডায়মন্ড হারবার: ফুয়াদ হালিম (সিপিএম)

যাদবপুর: বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিএম)

কলকাতা দক্ষিণ: নন্দিনী মুখোপাধ্যায় (সিপিএম)

উলুবেড়িয়া: মাকসুদা খাতুন (সিপিএম)

হুগলি: প্রদীপ সাহা (সিপিএম)

আরামবাগ: শক্তিমোহন মালিক (সিপিএম)

ঘাটাল: তপন গঙ্গোপাধ্যায় (সিপিআই)

পুরুলিয়া: বীর সিংহ মাহাত (ফব)

বিষ্ণুপুর: সুনীল খাঁ (সিপিএম)

বর্ধমান পূর্ব: ঈশ্বরচন্দ্র দাস (সিপিএম)

বর্ধমান দুর্গাপুর: আভাস রায়চৌধুরী (সিপিএম)

বীরভূম: রেজাউল করিম (বামফ্রন্ট সমর্থিত নির্দল)

পুরুলিয়া এবং বসিরহাট আসন দু’টি নিয়ে বাম-কংগ্রেসের মধ্যে দর কষাকষি চলছিল। এই দু’টি আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। তবে বিবৃতিতে ফ্রন্টের বক্তব্য, ওই দুই আসনে কংগ্রেসও চাইলে প্রার্থী দিতে পারে। অর্থাৎ কয়েকটি আসনে বাম-কংগ্রেস বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সম্ভাবনাও রয়েছে।এখন প্রশ্ন হল এর পরে কি আর জোট টিকবে? এ ব্যাপারে প্রশ্ন করা হলে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, “ওঁরা যা পারেন করুক। আমরা জোট চেয়েছিলাম। এখনও চাইছি। এ ব্যাপারে চূড়ান্ত আলোচনা এখনও বাকি রয়েছে। হাইকম্যান্ডকে সবটা জানানো হয়েছে।”

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest