Site icon The News Nest

৫০ পিস্ ৩০ টাকা! বর্ধমানের গোলাপবাগে সুপারহিট চৈত্র সেল

rose

বর্ধমান: চলছে চৈত্র সেল। জামা-কাপড়ের দোকানে সন্ধ্যা নামলেই ঢল নামছে ক্রেতাদের। এটাই প্রতি বছরের স্বাভাবিক ছবি।আর সেই স্বাভাবিক ছবির মধ্যে একেবারে অন্যরকম হয়ে হাজির হয়েছে গোলাপ ফুল। চৈত্র সেলে গোলাপের বিকিকিনিতেও মিলছে প্রচুর ছাড়। ফলে সেই গোলাপ কিনতে ভিড় করছেন তরুণ-তরুণীরা।

গত কয়েক দিন ধরে বেলা বাড়তেই রাশি রাশি গোলাপ গাড়ি বোঝাই হয়ে চলে আসছে প্রতিদিন। তারপর তিরিশ টাকায় একেবারে ৫০ পিস টাটকা লাল গোলাপ। সস্তায় গোলাপ কিনতে প্রতিদিন মানুষ হাজির হচ্ছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে বিধান স্ট্যাচুর মোড়ে। এমনিতে সারা বছরই গোলাপের দাম থাকে। বিয়ের বাজারে ও ভ্যালেন্টাইন ডে তে তা হয় আকাশছোঁয়া। কিন্তু এ বার গোলাপবাগে এসে দাঁড়ালে মনে হচ্ছে শেষ বসন্তে যেন গোলাপের বাজারে সূচকের মারাত্মক পতন। বিক্রেতা সুকুমার ভট্টাচার্য বললেন, “এ বার গোলাপের চাষ খুব ভালো হয়েছে। তাছাড়া এখন বিয়ের তারিখ নেই। এ দিকে গরম বাড়ছে। ফুল শুকিয়ে যাচ্ছে। নষ্ট হয়ে  যাচ্ছে। তাই কম দামে চাষিরা ফুল বিক্রি করে দিচ্ছেন।”

মূলত নদীয়া থেকে গোলাপ আসছে বর্ধমানের বাজারে। প্রতিদিন গড়ে ৮ লক্ষ গোলাপ বিক্রি হচ্ছে গোলাপবাগ ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা থেকে স্কুল পড়ুয়া কিংবা পথ চলতি মানুষজন সকলেই গোলাপে আকৃষ্ট হচ্ছেন।গোলাপ হাতে নিজস্বী তোলারও ধূম লেগেছে গোলাপবাগে। কারণ ক্রেতাদের অধিকাংশই পড়ুয়া। তাঁদের কথায়, “এমন গোলাপের ঢল অনেক দিন দেখিনি। ভ্যালেন্টাইনস ডে তে যদি এর ছিটেফোঁটাও থাকতো।”

Exit mobile version