রাজ্যের ১০ জায়গায় অনির্দিষ্টকালের লকডাউন, ঘোষণা মুখ্য সচিবের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: পশ্চিমবঙ্গের ৭টি জায়গাকে আগেই করোনার হটস্পট হিসেবে চিহ্নিত করেছিল রাজ্য। এই সমস্ত জায়গাতেই করোনার প্রকোপ লক্ষ্য করা গিয়েছে সর্বাধিক। এবার রাজ্যের করোনা ত্রস্ত ৯-১০টি জায়গায় সম্পূর্ণ লকডাউন করার কথা ঘোষণা করল রাজ্য সরকার। চিহ্নিত এই জায়গাগুলিতে অনির্দিষ্টকালের জন্যই জারি এই লকডাউন পরিস্থিতি। শুক্রবার নবান্নের বৈঠকে একথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। যদিও, এই জায়গাগুলোর নাম প্রকাশ করেনি সরকার।

আরও পড়ুন: রাজ্যে নতুন করে আক্রান্ত ১২, এখনও পর্যন্ত মৃত্যু ৫ জনের, জানালেন মুখ্যসচিব

জানানো হয়েছে, এলাকাগুলোতে সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি এই এলাকাগুলিকে কেন্দ্র করে ৫/৬ কিলোমিটার জুড়ে ক্লাস্টার তৈরি করা হচ্ছে। কড়া নির্দেশ, এই এলাকার বাসিন্দারা কেউ বাড়ি থেকে বেরোবে না। সতর্কতার জন্য নজরদারি চালাবে প্রশাসন। বাইরে থেকে এলাকায় ঢুকতে পারবেন না কেউ। এলাকা থেকেও বাইরে বেরোনোয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। খাবারসহ প্রয়োজনীয় সামগ্ৰী আবাসিকদের বাড়িতেই পৌঁছে দেবে সরকারের আধিকারিকরা। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্য সচিব রাজীব সিনহা। করোনার পরিসংখ্যানও জানান এদিন। রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ১২। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ৫।

আরও পড়ুন: রবিবার ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, লকডাউন বাড়ানোর ঘোষণা নিয়ে বাড়ছে জল্পনা

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest