The News Nest: পাড়ার মোড়ে মোড়ে স্কুল কলেজের বাইরে ফুচকাওয়ালাদের ঘিরে ছেলে-মেয়ে , কচিকাঁচাদের ভিড় ৷ কারোর দাবি ঝাল কম, টকজল বেশি, কারোর আবার ঝালছাড়া মিঠে চাটনি দেওয়া ফুচকা চাই ৷ কিন্তু করোনাকালে সেসব এখন অতীত ৷ তবে ফুচকা ছাড়া জীবন তো নুন ছাড়া আলুভাতের মতোই বিস্বাদ ৷
ফুচকা, পানিপুরি অথবা গোলগাপ্পা ৷ যে নামেই ডাকা হোক না কেন, মনে পড়লেই জিভে গোড়ায় এক ঘটি জল ৷ খাস্তা গোল জিনিসটির পেটে এক গলা তেঁতুল জলে ডুবে ঝাল ঝাল নানা মশলায় মাখা আলু ৷ জিভে ঠেকলেই এক মুখ স্বর্গ ৷
আরও পড়ুন : মুছে যায় বিস্তারবাদীরা, এখন উন্নয়নের যুগ,লাদাখে দাঁড়িয়ে চিনকে বার্তা মোদীর
Pani Puri ATM Machine launched today in Market pic.twitter.com/Z7PhlDCBMA
— anil singh chauhan (@ChauhanAnil02) July 2, 2020
করোনা ফুচকার বাড়া ভাতে ছাই দিচ্ছিল। সংক্রমণের ভয়ে কেউ ফুচকা খেতে চাইছিলেন না। এবার আর ভয় নেই।ফুচকার শোক ভোলাতেই যুগান্তকারী আবিষ্কার করলেন গুজরাতের এক ব্যক্তি ৷ দীর্ঘ লকডাউনে বানিয়ে ফেললেন এক অদ্ভুত এটিএম মেশিন, যার থেকে টাকা নয়, বেরচ্ছে সুস্বাদু ফুচকা ৷ নাম পানিপুরি এটিএম মেশিন ৷ টাকা ফেললেই মেশিন থেকে বেরিয়ে আসছে মশলা ভরা ফুচকা ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতভাই ভিখাভাই প্রজাপতির তৈরি ফুচকা এটিএম ৷
দশম শ্রেণি অবধি পড়াশুনা করেও যে মেশিন ভারতভাই ভিখাভাই প্রজাপতি তৈরি করেছেন তাতে মুগ্ধ নেট দুনিয়া ৷ ইতিমধ্যেই তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হোক বলেও মজা করে দাবি তুলেছেন নেটিজেনরা ৷ করোনার ছোঁওয়ায় এখন আমাদের ‘নিউ নর্ম্যাল’ জীবনে ফুচকা এটিএম আসলে একটা বিশাল বড় পাওয়া ৷
করোনার ভয় ছোঁয়াচ বাঁচাতে মাধ্যমিক পাশ ভারতভাইয়ের মাথায় আসে এমন মেশিন বানানোর পরিকল্পনা ৷ যেমন ভাবা তেমন কাজ ৷ ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে ফেলেন ফুচকা এটিএম ৷ টাকা ফেলুন আর ফুচকা গালে পুরুন ৷
আরও পড়ুন : স্বাধীনতা দিবসের মধ্যেই আসছে করোনার টিকা COVAXIN,জানাল আইসিএমআর