নেই করোনা আতঙ্ক, এটিএমে টাকা দিলেই বেরচ্ছে আস্ত ফুচকা!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: পাড়ার মোড়ে মোড়ে স্কুল কলেজের বাইরে ফুচকাওয়ালাদের ঘিরে ছেলে-মেয়ে , কচিকাঁচাদের ভিড় ৷ কারোর দাবি ঝাল কম, টকজল বেশি, কারোর আবার ঝালছাড়া মিঠে চাটনি দেওয়া ফুচকা চাই ৷ কিন্তু করোনাকালে সেসব এখন অতীত ৷ তবে ফুচকা ছাড়া জীবন তো নুন ছাড়া আলুভাতের মতোই বিস্বাদ ৷

ফুচকা, পানিপুরি অথবা গোলগাপ্পা ৷ যে নামেই ডাকা হোক না কেন, মনে পড়লেই জিভে গোড়ায় এক ঘটি জল ৷ খাস্তা গোল জিনিসটির পেটে এক গলা তেঁতুল জলে ডুবে ঝাল ঝাল নানা মশলায় মাখা আলু ৷ জিভে ঠেকলেই এক মুখ স্বর্গ ৷ 

আরও পড়ুন : মুছে যায় বিস্তারবাদীরা, এখন উন্নয়নের যুগ,লাদাখে দাঁড়িয়ে চিনকে বার্তা মোদীর

করোনা ফুচকার বাড়া ভাতে ছাই দিচ্ছিল। সংক্রমণের ভয়ে কেউ ফুচকা খেতে চাইছিলেন না। এবার আর ভয় নেই।ফুচকার শোক ভোলাতেই যুগান্তকারী আবিষ্কার করলেন গুজরাতের এক ব্যক্তি ৷ দীর্ঘ লকডাউনে বানিয়ে ফেললেন এক অদ্ভুত এটিএম মেশিন, যার থেকে টাকা নয়, বেরচ্ছে সুস্বাদু ফুচকা ৷ নাম পানিপুরি এটিএম মেশিন ৷ টাকা ফেললেই মেশিন থেকে বেরিয়ে আসছে মশলা ভরা ফুচকা ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতভাই ভিখাভাই প্রজাপতির তৈরি ফুচকা এটিএম ৷

দশম শ্রেণি অবধি পড়াশুনা করেও যে মেশিন ভারতভাই ভিখাভাই প্রজাপতি তৈরি করেছেন তাতে মুগ্ধ নেট দুনিয়া ৷ ইতিমধ্যেই তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হোক বলেও মজা করে দাবি তুলেছেন নেটিজেনরা ৷ করোনার ছোঁওয়ায় এখন আমাদের ‘নিউ নর্ম্যাল’ জীবনে ফুচকা এটিএম আসলে একটা বিশাল বড় পাওয়া ৷

করোনার ভয় ছোঁয়াচ বাঁচাতে মাধ্যমিক পাশ ভারতভাইয়ের মাথায় আসে এমন মেশিন বানানোর পরিকল্পনা ৷ যেমন ভাবা তেমন কাজ ৷ ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে ফেলেন ফুচকা এটিএম ৷ টাকা ফেলুন আর ফুচকা গালে পুরুন ৷

আরও পড়ুন : স্বাধীনতা দিবসের মধ্যেই আসছে করোনার টিকা COVAXIN,জানাল আইসিএমআর

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest