মুম্বই: এবার নৌবাহিনীতেও ছড়াল করোনাভাইরাসের সংক্রমণ। মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর ১৫ থেকে ২০ জন জওয়ানের কোভিড ১৯ সংক্রমণ হয়েছে বলে খবর। তাঁদের নৌবাহিনীর হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রথম নৌবাহিনীতে করোনা সংক্রমণের খবর পাওয়া গেল। ওই জওয়ানদের সংস্পর্শে কারা এসেছিলেন তার খোঁজ করা হচ্ছে।
এই করোনা আক্রান্ত নাবিকদের সংস্পর্শে কারা কারা এসেছেন, তা জানতে ব্যাপক ভাবে খোঁজ চলছে। ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের সমুদ্র তীরবর্তী ডিপো আইএনএস আঙ্গরিতে নৌবাহিনীর জন্য নির্দিষ্ট আবাসনে থাকেন এই নাবিকরা। নিজের কাজের জন্য গত কয়েকদিন আক্রান্ত নাবিকরা নৌঘাঁটির মধ্যে বিভিন্ন স্থানে গিয়েছেন। এর ফলে আরও কেউ আক্রান্ত হয়েছেন কিনা, তা জানতে খোঁজ চলছে।
আরও পড়ুন: Railway Recruitment 2020: ১৯৭ প্যারা-মেডিক্যাল স্টাফ নিয়োগ, এখনই আবেদন করুন
একজন নাবিকের থেকেই সংক্রমণ ছড়িয়েছে ২১ জনের দেহে বলে নৌসেনা সূত্রে জানা গিয়েছে। সেই নাবিকের করোনা হয়েছে, তা জানা গিয়েছিল সাত এপ্রিল।আক্রান্তদের মধ্যে একজন ৪৭ বছরের প্রৌঢ়কে বাদ দিলে বাকিদের বয়স কুড়ির কোঠায়। ২০জন INS Angre-এর সদস্য। মুম্বইয়ের কোলাবায় নৌবাহিনীর হাসপাতাল আইএনএস অশ্বিনীতে ভর্তি এই নাবিকরা। যেখানে এই আক্রান্তরা থাকতেন পুরোটাকে সিল করে কনেটনমেন্ট জোন বানিয়ে দেওয়া হয়েছে। লকডাউনে INS Angre-ও।
ভারতীয় নৌবাহিনীতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এই আইএনএস আংরে। কারণ মুম্বইয়ের বিভিন্ন যুদ্ধজাহাজ ও ইউনিটকে সাহায্য করা, দরকার পড়লে তাদের পরামর্শ দেওয়ার কাজ করে থাকে এই জাহাজ। ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ও বড় যুদ্ধজাহাজগুলির মধ্যে অন্যতম হল এই আইএনএস আংরে। আর তাই এই জাহাজে সংক্রমণের আশঙ্কা দেখা দেওয়ায় চিন্তিত নৌবাহিনী। কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে না তারা।
ভারতে করোনা সংক্রমণ সবথেকে বেশি দেখা গিয়েছে মহারাষ্ট্রেই। দেশে এর আগে সেনাবাহিনীতে ৮ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরাও মুম্বইয়েই মোতায়েন ছিলেন।
আরও পড়ুন: লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে? টাকা পাঠাবে রাজ্য সরকার