আশার আলো! করোনা মুক্ত ৩০০ জেলা, নন হটস্পট ১৯৭,জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: ৩ মে-র পর আর লকডাউন চলবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার৷ কিন্তু ৩ মে-র আগে করোনা পরিস্থিতি নিয়ে গোটা দেশ থেকেই যথেষ্ট ইতিবাচক ছবি উঠে আসছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ রবিবার তিনি দাবি করেছেন, ইতিমধ্যেই দেশের তিনশো জেলা ইতিমধ্যেই করোনা মুক্ত হয়েছে৷ আর নন-হটস্পট আরও প্রায় ১৯৭টি জেলা।

রবিবার দিল্লির AIIMS ট্রমা সেন্টার পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে তিনি বলেন, ‘দেশের পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। গত তিন দিনে নতুন করে করোনা আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে কমছে। এখন নতুন আক্রান্তের হার সাড়ে ১০ দিনে দ্বিগুণ হচ্ছে। হটস্পট জেলাগুলি ক্রমশ নন-হটস্পট জেলায় পরিণত হচ্ছে। গত সাত দিনে ৬৬টি জেলায় নতুন কোনও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি।’

আরও পড়ুন:  লকডাউনে বাইরে আটকে পড়া রাজ্যবাসীদের ‘চিন্তা না করার’ বার্তা মমতার, দ্রুত ফেরানোর আশ্বাস

এর রেশ ধরে মন্ত্রী আরও বলেন, ‘একইভাবে গত ১৪ দিনের মধ্যে আরও প্রায় ৪৮টি জেলায় নতুন করে সংক্রমণ ঘটেনি। আর গত তিন সপ্তাহে ৩১টি জেলায় নতুন সংক্রমণের কোনও খবর নেই। গত ২৮ দিনের হিসেবে সেই সংখ্যা দাঁড়ায় ১৬।’ সামগ্রিকভাবে এমন ৩০০টি জেলা আছে যেগুলি করোনার থাবা থেকে মুক্ত। আর সব মিলিয়ে ১৯৭টি জেলায় বড়জোর একটা বা দু’টো সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। সেগুলিকে নন-হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত তিন দিনে সংক্রমণ দ্বিগুণ হওয়ার সময়টা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ১০ থেকে সাড়ে দশদিন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, নতুন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে লকডাউন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ৷ ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৮ হাজার ছুঁয়েছে৷ সোমবার সকাল পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৮৭২

আরও পড়ুন:  দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৮ হাজার, মৃত্যু বেড়ে ৮৭২

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest