সাত সকালে মন্দারমণির সৈকতে উদ্ধার বিশাল তিমির দেহ !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার বিশালাকৃতির তিমি মাছের দেহ৷ ছোটখাটো হাতির মতো চেহারা সম্পন্ন তিমিটি প্রায় ৩৬ ফুট লম্বা!তিমির দেহ দেখতে ভিড় উপচে পড়ে সৈকতে। এত বড় তিমির দেহ মন্দারমণির সৈকতে আগে দেখা যায়নি বলে জানিয়েছেন। কী কারণে তিমিটির মৃত্যু হয়েছে তা জানতে দেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিকরা। 

আরও পড়ুন : বাংলায় চাই মুসলিম ভোটও ! সংখ্যালঘুর জন্য কেন্দ্রীয় প্রকল্পের খতিয়ান দিলেন দিলীপ

স্থানীয় মানুষের কাছ থেকে মৃত তিমির বিচে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর পুলিশই খবর দেয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দফতরের কর্মীরা। সৈকতে পড়ে থাকা তিমির  ওজন কত হতে পারে তা জানতে কাজ শুরু করেছেন তাঁরা। তবে স্থানীয় মানুষজনের ধারণা, ছোটখাটো হাতির মতো চেহারা সম্পন্ন তিমিটি লম্বায় প্রায় ৩৬ ফুট দীর্ঘ হবে।

বনদফতরের আধিকারিকদের প্রাথমিক অনুমান, তিমিটির বয়স বেশি নয়। সম্ভবত গভীর সমুদ্রে কোনও জনযানে ধাক্কা লেগে সেটির মৃত্যু হয়েছে। তার পর দেহ ভেসে এসেছে পাড়ে। 

তিমিটির ওজন বেশ কয়েক টন বলে অনুমান। ফলে সেটিকে সরানো সম্ভব নয়। তাই ঘটনাস্থলেই তিমির দেহের ময়নাতদন্ত করবেন বিশেষজ্ঞরা। তার পর সৈকতেই দেহ সমাধিস্থ করা হবে বলে জানিয়েছে বনদফতর। 

আরও পড়ুন : হাওড়া স্টেশনের এই মহিলা টিটি এবার দেশের অলিম্পিক টিমে

Gmail 5
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest