৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে শীঘ্রই আসছে রেডমি প্রো টু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রেডমি মানেই কোন না কোন ধামাকা। নয়া বছরে শাওমির নয়া ধামাকাবাজারে আসছে রেডমি প্রো টু ।ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এখনই এতো অস্থির হবেন না। ১০ জানুয়ারি চিনে লঞ্চ হচ্ছে মোবাইল এর। অফিশিয়াল ওয়েব হ্যান্ডেল থেকে জানানো হয়েছে এ খবর । দেওয়া হয়েছে নতুন রূপে রেডমির ছবি।
এমনিতে নয়া প্রজন্মের সঙ্গে রেডমি স্মার্ট ফোনের সখ্যতা নিবিড়। চিনা ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী চীনের স্থানীয় সময় মেনে দুপুর দুটোয় লঞ্চ হবে এই মোবাইলটি। ভারতের ঘড়িতে তখন সকাল ১১.৩০।ইতিমধ্যেই ইয়ুথদের মাঝে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। শাওমি এই স্মার্টফোনটি নিয়ে ভীষণ আশাবাদী । জানা গিয়েছে স্টাইলিশ এই ফোনটির দাম ২০ হাজার টাকার আশেপাশে হবে। ফোন সম্পর্কিত যতটুকু তথ্য মিলেছে তাতে বোঝা গেছে ক্যামেরাতেই বাজিমাত করছে ফোনটি।৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা শুধু নয়, ফোনটিতে থাকছে তিনটি ক্যামেরা। অসাধারণ লুক এই ফোনটিকে অন্যমাত্রা দিচ্ছে। এটিতে থাকছে পাঞ্চ হোলওয়ালা ডিসপ্লে। তিনটি রিয়ার ক্যামেরা থাকছে অবশ্য ফ্রন্ট ক্যামেরা থাকছে একটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ছাড়া বিস্তারিতভাবে বিশেষ কিছু জানানো হয়নি। প্রসেসরও চমৎকার। থাকছে স্ন্যাপ ড্রাগন ৬৭৫ অক্টাকোর প্রসেসর। রেডমির ব্যাটারি সব সময় ভালো। তবে এই ফোন এই স্মার্টফোনটি ব্যাটারি কেমন হবে তা গোটা তথ্য হাত আসে হাতে আসেনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest