Site icon The News Nest

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়াল কেন্দ্র

DA hike

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন যে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সপ্তম পে কমিশনের মোতাবেক এই ডিয়ারনেস অ্যালোয়েন্স বৃদ্ধি করা হল।

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এ দিন এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মার্চ মাসের বেতনের সঙ্গে এই বর্ধিত ডিএ মিলবে বলে জানা গিয়েছে। তাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ৭২০- ১০ হাজার টাকা পর্যন্ত  বেড়ে যাবে।  এতে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

আরও পড়ুন: করোনার জের: ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল

জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর, বছরে মোট দু’বার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়। গত সপ্তাহেই এ নিয়ে রাজ্যসভায় মুখ খোলেন কেন্দ্রীয় অর্থ দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানান, মুদ্রাস্ফীতি এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখেই এ বার ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছর অক্টোবর মাসে ডিএ বেসিকের ওপর ১২ শতাংশ থেকে ১৭ শতাংশ করেছিলে কেন্দ্রীয় সরকার। সেটি গত বছরের জুলাই থেকে প্রযোজ্য হয়েছে। এবার ফের বাড়ল ডিএ, সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী।এবার থেকে বেসিকের ওপর ২১ শতাংশ ডিএ দেওয়া হবে। এর জন্য অতিরিক্ত ১৪,৫৯৫ কোটি টাকা লাগবে।

(আপনার আশপাশের পরিবর্তনের অংশ হতে চান? আমাদের খবর পাঠান ইমেল্ ও হোয়াটআপের মাধ্যমে)

Exit mobile version