মিরাকেল! করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুস্থ হয়ে উঠলেন ৯৫ বছরের বৃদ্ধা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: কথায় আছে রাখে হরি তো মারে কে। এবার বাস্তবেই তা আরও একবার প্রমাণ হল ইতালিতে। করোনা আক্রান্ত ৯৫ বছরের এক বৃদ্ধা দিব্যি সুস্থ হয়ে উঠলেন।ইতালির সংবাদপত্রে আলমা মারা ক্রসিনী নামক ওই মহিলার সুস্থতার খবর প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: আশার আলো! করোনার কেন্দ্র চীনের উহান শহর থেকে লকডাউন উঠে যাচ্ছে ৮ই এপ্রিল

ক্রসিনী ‘র চিকিৎসক, গেজেটটা ডি মডেনা নামক ইতালির সংবাদপত্রে উল্লেখ করেছেন, এই বয়সে যেহেতু অ্যানটি ভাইরাস ড্রাগ চালানো ঝুঁকিবহুল, তাই তা চালানো যায়নি। সপ্তাহ দুই হাসপাতালে ভর্তি থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।বলতে গেলে কোনও রকম ভাইরাস বিরোধী চিকিৎসা ছাড়াই মহিলা সুস্থ হয়েছেন।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: করোনা ত্রাসে ১ বছরের জন্য পিছিয়ে গেল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’

উল্লেখ্য, ইতালিতে এখনও পর্যন্ত ৬ হাজার ৭৭ জন মানুষের মৃত্যু হয়েছে। বৃদ্ধা আলমা মারা ক্রসিনী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫ মার্চ। তাঁকে কেবল অ্যানটি বায়োটিক দেওয়া হয়েছিল। তাতেই সেরে ওঠেন বৃদ্ধা। তাঁর শারীরিক অবস্থা দেখে চিকিৎসকরা মনে করেছিলেন এই রোগীকে ফেরানো মুশকিল। ওঁর রক্তাল্পতাও ছিল। যা চিকিৎসকদের আরও চিন্তিত করে তুলেছিল। করোনা সংক্রমণের ক্ষেত্রে বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডেকে গিয়েছে ৬০-৬৯ বছর বয়সী রোগীর ক্ষেত্রে সংক্রমণজনিত মৃত্যুহার ৩.৬ শতাংশ। ৭০-৭৯ র ক্ষেত্রে এর হার ৮ শতাংশের ওপর। বয়স ৮০ এর উপরে হলে এই মৃত্যু হার ১৫ শতাংশের উপর। সব প্রতিবন্ধকতার ক্রসিনীর সুস্থ হওয়ার সংবাদ কেবল ইতালি নয় আশাবাদী করছে গোটা বিশ্বকে।

Gmail 5

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest