গোয়ার নয়া মুখ্যমন্ত্রী বিজেপির প্রমোদ সাওয়ান্ত, শপথ আজ রাতেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পানাজি: গতকাল প্রয়াত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। তারপর থেকেই রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর সন্ধান শুরু করেছিল বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার।পর্রিকরের মৃত্যুর খবর শোনার কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি গোয়ায় পৌঁছে যান। সারা রাত ধরে গোয়ায় বিজেপির শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি।শেষ পাওয়া খবর অনুযায়ী,গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি বিধায়ক তথা সে রাজ্যের স্পিকার প্রমোদ সাওয়ান্ত। আজ রাতেই শপথ নিতে পারেন তিনি। পাশাপাশি, শরিকদের অভিমান ভাঙাতে জোড়া উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সুধীন দাভালিকর এবং গোয়া ফরওয়ার্ড পার্টির বিজয় সারদেশাই হচ্ছেন উপমুখ্যমন্ত্রী।

মনোহর পর্রীকরের প্রয়াণে স্বাভাবিকভাবেই গোয়ায় রাজনৈতিক সংকট তৈরি হয়। পর্রীকরের বদলি কে হবেন, সেটা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। সেই আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়িও। গোয়ায় বিজেপির বিধায়ক মাইকেল লোবো জানান, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির বিধায়ক সুদিন দাভালিকর মুখ্যমন্ত্রিত্বের দাবি জানিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে নারাজ বিজেপি। ফলে বিজেপি ও শরিক দলের মধ্যে আলোচনা ঐকমত্যে পৌঁছতে পারেনি। লোবোর দাবি, রবিবার রাতভর সমস্যার সমাধান হয়নি বটে। তবে সোমবারের মধ্যে ঠিক হয়ে যাবে যে কে হবেন গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী।কিন্তু কংগ্রেসের চাপে আজ রাতের মধ্যেই বিষয়টি মিটিয়ে ফেলতে চাইছে বিজেপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest