দিন কয়েক আগে শাড়ি পরিহিত এক মহিলার নিখুঁত ব্যাকফ্লিপের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল। ফের একটি ব্যাকফ্লিপের ভিডিয়ো ভাইরাল হয়েছে। তবে এটি দেখলে গায়ে কাঁটা দিতে পারে। এমন কাজকে বোকামি বলে সমালোচনাও করেছেন অনেকে। যে উচ্চতায় পাহাড়ের এমন কিনারায় দাঁড়াতে অনেকে ভয় পান, সেখানে এক যুবক ব্যাকফ্লিপ দিচ্ছেন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়ে গিয়েছে।
শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা মঙ্গলবার তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ওই যুবক পাহাড়ে খাদের দিকে পিছন করে দাঁড়িয়ে রয়েছেন। তার পায়ের পাতা সম্পূর্ণ পাথর ছুঁয়েও নেই। খাদের দিকে তাঁর গোড়ালির দিকের কিছুটা অংশ পাথরের বাইরে। সেই অবস্থা থেকে এক সময় তিনি লাফিয়ে উঠে ব্যাকফ্লিপ দেন। নিখুঁত ল্যান্ডিং হয়। কিন্তু যদি তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখানে বা তার থেকেও কয়েক সেন্টিমিটার পিছনে ল্যান্ড করতেন তবে নিশ্চিত খাদে পড়ে যেতেন। কিন্তু তিনি সুকৌশলে কিছুটা এগিয়ে ল্যান্ড করেন। ফলে তাঁর কোনও বিপদ হয়নি।
আরও পড়ুন: ‘চার কদম’ এগিয়ে আকাশ ভর্তি তারাদের দলে কেন এত জলদি মিশে গেলে সুশান্ত ?
হর্ষ জানিয়েছেন, ভিডিয়োটি তিনি অন্য একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পেয়েছেন। সেখানে ভিডিয়োটি এ বছর ৩০ জানুয়ারি পোস্ট করা হয়েছে। ওই অ্যাকাউন্টে ভিডিয়োটি চার হাজার বার দেখা হয়েছে। আর হর্ষের অ্যাকাউন্টে ভিডিয়োটি পোস্ট হওয়ার ৩০ ঘণ্টার মধ্যে ৬৪ হাজারের বেশি বার দেখা হয়েছে।
Just wondering if his act is to be admired or considered as stupidity !pic.twitter.com/HLsqAy6UBY
— Harsh Goenka (@hvgoenka) June 16, 2020
অনেকেই এই ভিডিয়ো দেখে একে বোকামি বলে মন্তব্য করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন গায়ক আদনান সামিও। কেউ আবার তাঁর প্রশংসাও করেছেন। আসলে অনেকেই এখন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেতে, ভাইরাল হতে এমন ঝুঁকিপূর্ণ কাজ করেন। আর তা করতে গিয়ে অনেক সময় প্রাণও চলে যায়।
ব্যাকফ্লিপ দিতে অনেককেই দেখেছেন। কিন্তু কাউকে কখনও শাড়ি পরে ব্যাকফ্লিপ দিতে দেখেছেন? ভাবছেন এটা কী করে সম্ভব। এটাও যে সম্ভব তা করে দেখালেন এক যুবতী। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গীতা ভারিয়র নামে এক টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গ্রামের মধ্যে একটি সরু পিচের রাস্তার উপর দাঁড়িয়ে এক মহিলা। ভিডিয়োটির ব্যাকগ্রাউন্ডে একটি হিন্দি গান বাজছে। এবার ভিডিয়োর মহিলাকে দেখা যাচ্ছে, শাড়ি পরে দুর্দান্ত ব্যাকফ্লিপ দিচ্ছেন।
What Talent 😍No Shoes,No proper floor.
— Sangitha Varier (@VarierSangitha) June 12, 2020
& in a #saree 🙏Watch her land Perfectly on her hands👌#Indian Women are Real #SuperWomen ❤️ #IncredibleIndia @KirenRijiju @BJP4India @smritiirani @chitranayal09 @Alphha9 @DetheEsha @_ankahi @DrAlkaRay2 @thakre_mohini pic.twitter.com/u6vXsurfIA
আরও পড়ুন: সন্তান ধারণের জন্য যৌন মিলনের প্রয়োজন, জানতেনই না দম্পতি! অদ্ভুত অভিজ্ঞতা নার্সের