Site icon The News Nest

হাসিতেই মনে রাখুন ঋষিকে, কাপুর পরিবারের তরফে জারি শোক বার্তা

20 700x400 1

মুম্বই: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চলে গেলেন বলিউডের দুই নক্ষত্র। নিঃসন্দেহে সিনেমা জগতের জন্য এটা ‘ব্ল্যাক উইক’। রুপোলি জগতের ইন্দ্রপতনও বটে। বুধবার সকালে ইরফান খান আর বৃহস্পতিবার সকালে ঋষি কাপুর, মারণ রোগ কেড়ে নিয়েছে এই দুই তারকাকে।

বুধবার রাতে ঋষি কাপুরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়ার পরেই অজানা আশঙ্কায় কেঁপে বুক উঠেছিল অনেকের। রাত পেরিয়ে সকাল হতেই আশঙ্কা সত্যি হল। ৬৭ বছর বয়সে চলে গেলেন বলিউডের ‘এভারগ্রিন হার্টথ্রব’। পরিবারের তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৮.৪৫মিনিট নাগাদ মৃত্যু হয়েছে ঋষি কাপুরের।

আরও পড়ুন: ম্যায় জানা নেহি চাহাতা থা…!ইরফানের শেষ পোস্টেও থেকে যাওয়ার আর্তি

ঋষি কাপুরের মৃত্যুতে কাপুর পরিবারের তরফে জারি হয়েছে শোকবার্তা।

‘আমাদের প্রিয় ঋষি কাপুর আজ সকাল ৮.৪৫ মিনিটে খুব শান্তিতে চলে গেল। লিউকিমিয়া’র সঙ্গে জারি দু’বছরের যুদ্ধ শেষ। চিকিত্সক আর হাসপাতালের কর্মীরা জানিয়েছে শেষ মূহূর্ত অবধি তাঁদের মনোরঞ্জনের দায়ভার ও নিয়ে রেখেছিল।

দু বছর ধরে ওর চিকিত্সা পর্ব জারি ছিল, কিন্তু ও ঠিক করে রেখেছিল জীবনটা মনখুলে বাঁচবে, ভীষণ আত্মবিশ্বাসী আর চনমনে ছিল এই দিনগুলোতে। ওর ফোকাসে ছিল-পরিবার, বন্ধু, খাবার আর ফিল্ম, এর বাইরে আর বেশিকিছু ভাবত না চিন্টু। এই দু বছরে যাঁরাই ওর সঙ্গে দেখা করেছে তাঁরাই চমকে গিয়েছে ওঁকে দেখে। ক্যানসারকে ওকে ভেঙে দিতে পারেনি।

গোটা বিশ্বের অনুরাগীদের কাছে ও ঋণী, তাঁদের অফুরন্ত ভালোবাসার জন্য। আজ ওর চলে যাওয়ার এই দিনে তাঁরা সকলে নিশ্চয় বুঝবে ও চায় মানুষ ওকে হাসি মুখে মনে রাখুক,চোখের জলে নয়।

এটা আমাদের ব্যক্তিগতভাবে বিশাল বড় একটা ক্ষতি,তবে আমরা জানি এটা গোটা বিশ্বের জন্য একটা কঠিন সময়। জমায়েত এবং যাতায়াত নিয়ে অনেক নিয়ম জারি রয়েছে।আমরা সকল শুভাকাঙ্খী, অনুরাগীদের কাছে অনুরোধ করব দয়া করে আইন মেনে চলুন।

ও নিজেও এক্কেবারে এটাই চাইত’।

আরও পড়ুন: ‘আমি ধ্বংস হয়ে গেলাম’,ঋষি কাপুরের মৃত্যুতে শোকাহত অমিতাভ, মনখারাপ বলিউডের

Exit mobile version