১১ বছরের বান্ধবীকে নিয়ে চম্পট দিল ১৪ বছরের নাবালক, তার পর যা হল…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বয়স সবে ১৪। তাতে কী? এই বয়সেই বান্ধবী জুটিয়ে ফেলেছে সে। আর ১১ বছরের সেই বান্ধবীকে নিয়ে চম্পট দিল সে। বান্ধবীকে নিয়ে পালানোর সময় বাবার গাড়িটি নিয়ে যেতে ভোলেনি এই খুদে রোমিও। হাইওয়েতে সে নিজেই ড্রাইভ করছিল গাড়ি।

ঘটনাটি ঘটেছে মার্কিনযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গাড়িটিকে দ্রুত যেতে দেখে এবং তাতে দুই খুদেকে দেখে সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের। পুলিশ এরপর গাড়িটিকে থামায়। ততক্ষণে অবশ্য বাড়ি থেকে ১৯০০ কিলোমিটার দূরে চলে এসেছে দু’জনে।

আরও পড়ুন: চুলের ডগা ফেটে যাচ্ছে? এই সাতটি সহজ উপায়ে মিলবে সমাধান

১৪ বছরের ছেলেটির নাম কেভিন ফিগুরোস। পুলিশ যখন দুই খুজেকে উদ্ধার করে তখন তারা নিউইয়র্ক থেকে আইওয়া রাজ্যে চলে এসেছিল। পুলিশ জানিয়েছে, গত রবিবার দু’জন পুলিশের জালে ধরা পড়ে। এখন তাদের নিউইয়র্কে আনার প্রস্তুতি চলছে।

গত বৃহস্পতিবার ফিগুরোসের পরিবার তার  নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছিল। ছেলেটি বাবার টয়োটা কোম্পানির মিনিভ্যান নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে যে ছেলেটি ১৫০ কিমি প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালাচ্ছিল, যেখানে মার্কিন হাইওয়েতে  সর্বোচ্চ গতির সীমা  ১০৪ কিলোমিটার। তবে এখনও ছেলেটি কেন বান্ধবীকে নিয়ে বাসা থেকে পালিয়েছিল তা  পরিষ্কার হয়নি।

আরও পড়ুন: বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত BJP সাংসদ রীতা বহুগুণার নাতনি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest