পাহাড় চূড়ায় প্রেমের প্রস্তাব, ‘হ্যাঁ’ বলার পরই ২০০ মিটার নিচে ছিটকে পড়লেন মহিলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সেই নরম আলোয় পাহাড়ের কোল ঘেঁষে প্রেমিকার সঙ্গে নিভৃতে। বিয়ের প্রস্তাব (Wedding proposal) দেওয়ার এর চেয়ে ভাল প্রেক্ষাপট আর কী হতে পারে! কিন্তু এমনই এক মুহূর্ত আচমকাই মর্মান্তিক ট্র্যাজেডিতে পরিণত হয়ে যাচ্ছিল। প্রেমিকের প্রস্তাবে সাড়া দিতে না দিতেই ওপর থেকে নিচে পড়ে গেলেন প্রেমিকা! থামলেন ২০০ মিটার গিয়ে।

প্রেমিকাকে আটকানোর চেষ্টা করেছিলেন যুবক। তবে নিজেও বেসামাল হয়ে পড়ে যান। তবে এ যাত্রায় ওই জুটির বরাত খুবই ভাল। অত উঁচু থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। এই ঘটনা ঘটেছে অস্ট্রিয়ার ক্যারিনথিয়ায়।

৩২ বছরের ওই তরুণী আসলে নিচে পড়লেও বরফের আস্তরণের মধ্যে গিয়ে পড়ায় কোনও আঘাত লাগেনি তাঁর। হাঁফ ছেড়ে বেঁচেছেন দু’জনই। জীবনের এমন এক রোম্যান্টিক মুহূর্ত রাতারাতি দুর্যোগে পরিণত হতে হতে হয়নি। অথচ একটু এদিক ওদিক হয়ে গেলেই সব স্বপ্নের সমাধি হয়ে যেত রাতারাতি। ২৭ বছরের যুবক অবশ্য সামান্য চোট পেয়েছেন তাঁর শিরদাঁড়ায়। কেননা চোখের সামনে প্রেমিকাকে ওভাবে পড়ে যেতে দেখে তিনিও লাফ দিয়েছিলেন মরিয়া হয়ে। ৫০ মিটার হাওয়ায় ভেসে যাওয়ার পরে তাঁকে বিপজ্জনক ভাবে ঝুলতে দেখা যায় ফালকার্ট পর্বতের কিনার ঘেঁষে এক পাথর ধরে।

আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন রাজস্থানের এই ব্যবসায়ী

শেষ পর্যন্ত ওই তরুণীকে উদ্ধার করেন এক যাত্রী। বরফের মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখেন তিনি। তাড়াতাড়ি অ্যালার্ম বাজিয়ে তিনি পুলিশ ডাকেন। তাতে সাড়া দিয়ে এক পুলিশ অফিসার এসে তাঁকে বরফের ভিতর থেকে উদ্ধার করেন। এদিকে ঝুলন্ত প্রেমিককে উদ্ধার করতে হাজির হয় এক হেলিকপ্টার। পরীক্ষা করে দেখা যায়, যুবকের শিরদাঁড়ায় হালকা চির ধরেছে বটে। তবে তা খুব গুরুতর চোট নয়।

উদ্ধারকারী পুলিশ অফিসার হাঁ হয়ে গিয়েছেন দু’জনের এমন আশ্চর্য পরিত্রাণ দেখে। তাঁর কথায়, ‘‘দু’জনেরই কপাল খুবই ভাল। ছেলেটি লাফ দিয়ে হাওয়ায় ১৫ মিটার ভেসে গিয়েছিল। আর তরুণী তো প্রায় ২০০ মিটার নিচে গিয়ে পড়েছিল। বরফ না থাকলে ব্যাপারটা খুবই মর্মান্তিক হত।’’

আরও পড়ুন: প্রতি পিস্ ৫০০ টাকা! আকাশছোঁয়া চাহিদা ফল জগতের অন্যতম সম্পদ ‘ব্ল্যাক ডায়মন্ড’- এর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest