Balcony Garden: The sun does not come to the balcony? Know the easy way to plant trees

Balcony Garden: বারান্দায় রোদ আসে না? জেনে নিন গাছ লাগানোর সহজ উপায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শহুরে জীবনে সারা দিনের কর্মব্যস্ততা শেষে বারান্দায় চা হাতে একটু সময় কাটালে সব অবসাদ যেন নিমেষেই পালিয়ে যায়। এ জন্য শখের বারান্দাকে সাজাতে কত না আয়োজন। কিন্তু যদি আপনার বারান্দায় রোদই না আসে! তাই বলে কি বারান্দায় বাগান তৈরি থেমে থাকবে? নিশ্চয়ই না। তাহলে জেনে নেওয়া যাক রোদবিহীন বারান্দায় বাগান তৈরির কিছু পদ্ধতি।

১. বারান্দার কোন অংশে গাছ রাখতে চান, আগে ঠিক করে নিন। এমন জায়গা বেছে নিন, যাতে কাজের প্রয়োজনে বারবার টব সরাতে না হয়।

২. যেহেতু বারান্দায় রোদ আসে না, তাই এখানে এমন সব গাছ রাখতে পারেন, যে গাছগুলোর বেড়ে উঠতে রোদের তেমন প্রয়োজন পড়ে না। বাছাই করে রাখতে পারেন ‘ইনডোর প্ল্যান্ট’। এ ক্ষেত্রে পাতাবাহার, মানি প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্টের মতো গাছ রাখতে পারেন।

আরও পড়ুন: Plant Care: ঝড়-বৃষ্টিতে ক্ষতি হতে পারে আপনার গাছের, যত্ন নেবেন কীভাবে?

৩. গাছ লাগাতে বারান্দার গ্রিলগুলোকেও ব্যবহার করতে পারেন। ছোট টবে গাছ লাগিয়ে আংটা দিয়ে গ্রিলের সঙ্গে লাগিয়ে দিন। দেখতেও ভীষণ সুন্দর লাগবে।

৪. সাধারণত ইনডোর প্ল্যান্টে খুব বেশি জলের প্রয়োজন হয় না। সপ্তাহে এক দিন বা দুই দিন জল দিলেই হয়। তাই গাছে জল দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।

৫. গাছের প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করুন।

আরও পড়ুন: Gardening Tips: আর মরবে না শখের গাছ- জানুন প্রতিস্থাপনের সঠিক পদ্ধতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest