Easy Process of chilli farming at home

Chilli Farming- ঘরোয়া টোটকা! ছোট্ট টবেই লঙ্কার সর্বাধিক ফলন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাড়ির বাগানে, ছাদে, বারান্দায়, ব্যালকনিতে, একটা ছোট্ট টবেই অতি সহজেই লঙ্কা চাষ করতে পারেন ৷ এই গাছে তেমন রোগের  প্রাদুর্ভাব হয় না।   সঠিক পরিচর্যা করা হলে প্রায় ৫০-৮০টি লঙ্কা ফলাতেন পারবেন বাড়িতে বসেই। তবে পিঁপড়ের আক্রমণ ঠেকাতে একটু সাবান গুঁড়ো ছড়িয়ে দেওয়া যেতে পারে কিনারা ধরে

সর্বাধিক ফলন – মে/ জুন বা শীতের সময়ে লঙ্কার চাষ করলে সর্বাধিক পাওয়ার সম্ভাবনা থাকে। তবে সারা বছরই ভালো ফলন পাওয়া যায় এই গাছ থেকে।

টব নির্বাচন – প্রথমেই কথা হোক টব নির্বাচন নিয়ে।  বড় নয় , একদম মাঝারি অথবা ছোট সাইজ এর টব নির্বাচন করুন। সঠিক টব নির্বাচন ভালো ফলনের দিকে প্রথম পদক্ষেপ হিসেবে গণ্য হয়। মাঝারি অথবা ছোট সাইজ এর টব ব্যবহারের ফলে খুব তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি হয়।

মৃত্তিকা – ভালো ফলনের জন্য দোআঁশ মাটি, গোবর সার, মাইক্রো এলিমেন্টস, একটু ইউরিয়া ও অন্যন্য জৈব সার ভালো ভাবে মিশিয়ে মাটি তৈরি করে নিতে হবে।  এর ফলে ফলন ভালো পাওয়ার সম্ভাবনা থাকে৷

জল- টব এর উপরের মাটি শুকিয়ে আসলে তবেই জল দিতে হবে।  অতিরিক্ত জল ব্যবহার করলে শিকড় পচে যাওয়া, পাতা পচা, পাতা কুঁকড়ে যাওয়া, ব্যাকটেরিয়াজনিত রোগ হওয়ার সম্ভবনা থেকে যায়। পাশাপাশি ফলনের হারও কমতে থাকে।

আলো- গাছকে এমন স্থানে রাখতে হবে যাতে তা পর্যাপ্ত আলো-বাতাস পায়৷ অন্তত ৫-৬ ঘন্টা সূর্যের আলো যেন গাছ পেয়ে থাকে।  পর্যাপ্ত আলো-বাতাস না পেলে গাছ খুব তাড়াতাড়ি ঝিমিয়ে পড়বে কিছু দিনের মধ্যে।  এমন কি গাছ মরেও যেতে পারে।  স্থান নির্বাচন গাছকে সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে থাকে।

শুধু তাই নয়, গাছ প্রেমীরা অতি সহজেই  বাড়ির বাগানে, ছাদে, বারান্দায়, ব্যালকনিতে, ছোট ছোট টব এ নানান  ফুল, ফল, সবজি ফলাতে পারেন এইভাবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest