Solar Eclipse 2020: সূর্যগ্রহণের সময় কী করবেন, কী করবেন না…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: ২১ জুন ভারতীয় সময়ে সকাল ৯টা ১৫ মিনিট ৫৮ সেকেন্ডে শুরু হবে সূর্যগ্রহণ। সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে সকাল ১০টা বেজে ১৭ মিনিট ৪৫ সেকেন্ডে। বেলা ১২টা বেজে ১০ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে এই সূর্যগ্রহণ। শেষ হবে দুপুর ২টো বেজে ২ মিনিট ১৭ সেকেন্ডে।

সূর্যগ্রহণের সময় ভারতীয়দের মধ্যে বাড়ি থাকার প্রচলনই চলে আসছে। এই সময়ে অনেকে অন্নও মুখে তোলেন না।

সূর্যগ্রহণের সময় জলে তুলসী ও দুর্বা ঘাস দেওয়ার প্রচলন রয়েছে ভারতে। এতে জল পরিশুদ্ধ হয়ে যায় বলে অনেকের বিশ্বাস।

অন্তঃসত্ত্বা মহিলারা এই সময় বাড়ির বাইরে পা রাখেন না এবং সনাতন গোপালা মন্ত্র উচ্চারণ করে থাকেন।

আরও পড়ুন: ২১ জুনের সূর্য গ্রহণ কোন কোন রাশির ক্ষেত্রে শুভ বা অশুভ! এর খারাপ প্রভাব থেকে মুক্তি পাবেন কি করে ?

সূর্যগ্রহণের সময় অনেকেই মন্দিরে পূজা-অর্চনা করেন না। অথবা বাড়িতেও পূজা করা থেকে বিরত থাকতে বলা হয়।

সূর্যগ্রহণের সময় অনেকেই জল খাওয়া থেকে বিরত থাকেন। অনেকেই বিশ্বাস করেন সূর্যগ্রহণের সময় অন্ন গ্রহণ করলে তা অশুভ হয়। গ্রহণের সময় রান্না না করার পরামর্শ দেওয়া হয়। যে মানুষ অসুস্থ, ক্লান্ত অথবা বৃদ্ধ – তাদের ক্ষেত্রে একান্তই সম্ভব না হলে জল, ডাবের জল অথবা এই ধরনের কোনও ফ্লুইড দেওয়া যেতে পারে। তবে ভারী খাবার না দিতেই বলা হয়।

খালি চোখে কখনই সূর্যগ্রহণ দেখা উচিত নয়। এতে চোখে চিরকালের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দূরবীন, ক্যামেরার লেন্স, টেলিস্কোপ দিয়েই সূর্যগ্রহণ দেকার কথা বলেন বিশেষজ্ঞরা। যদি এইসব হাতের কাছে না থাকে, তবে ঝালাই করার সময় যে মুখবর্ম ব্যবহার করা হয়, তাও যোগাড় করে ফেলার কথা ভাবতে পারেন!

একটু সহজতর উপায় হলো একটি শক্ত কাগজে সামান্য একটি ফুটো বা ‘পিন হোল’ বানিয়ে নিয়ে তা সূর্যের দিকে তাক করে ধরা। কিছুটা দূরে একটি সাদা কাগজ রেখে দিন, সূর্যের ছায়া পড়বে এই কাগজের ওপর। সূর্যের প্রতিকৃতির আয়তন বাড়াতে শক্ত কাগজ এবং সাদা কাগজের মধ্যে দূরত্ব বাড়াতে পারেন।

আরও পড়ুন: Solar Eclipse 2020: কোথা থেকে কোন সময় দেখা যাবে সূর্যগ্রহণ? জেনে নিন

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest