Site icon The News Nest

Rath Yatra 2021: বিধি মেনেই পুরীতে রথযাত্রা পালন, অংশ নিতে পারবেন না কোনও ভক্ত

আবারও করোনাভাইরাসের কোপ পড়ল পুরীর রথযাত্রা (Puri Rath Yatra) অনুষ্ঠানে। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় (Coronavirus Second Wave) গতবছরের মত এবছরও রথযাত্রার অনুষ্ঠান হবে ভক্তদের ছাড়াই। বাড়তে থাকা সংক্রমণের (Covid-19) কথা মাথায় রেখে চলতি বছরের রথযাত্রা অনুষ্ঠানে একাধিক বিধিনিষেধ (Corona Protocol) জারি করা হয়েছে।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরীর রথযাত্রায় এবছর অংশগ্রহণ করতে পারবেন কেবলমাত্র সেবাইতরা। ভক্তসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি থাকছে। কঠোরভাবে মেনে চলা হবে যাবতীয় করোনাভাইরাস সংক্রান্ত রীতি। যে সমস্ত সেবাইতদের করোনা রিপোর্ট নেগেটিভ থাকবে ওই সময় শুধুমাত্র তাঁরাই রথযাত্রার নিয়ম পালনের অধিকারী হবেন বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা বৃহস্পতিবার জানিয়েছেন, এ বছর পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হবে। তবে কোনও ভক্ত এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। তবে যে সব সেবাইতের টিকার দুটো ডোজই নেওয়া থাকবে, তাঁদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন জেনা।

তিনি আরও জানান, রথযাত্রার সময় পুরী জুড়ে কার্ফু জারি থাকবে। রথযাত্রার সরাসরি সম্প্রচারের ফিড সংবাদমাধ্যমগুলোকে পাঠিয়ে দেওয়া হবে। ২০২০-তে কোভিড পরিস্থিতির কারণে রথযাত্রা বন্ধ ছিল। ওই বছরেই সুপ্রিম কোর্ট রথযাত্রা পালনের জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকা মেনেই এ বছর রথযাত্রা পালন করা হচ্ছে বলে জানিয়েছেন জেনা।

দেশ জুড়ে ধীরে ধীরে করোনা পরিস্থিতি কিছুটা সদর্থক হলেও পুরীর মন্দির প্রশাসন জানিয়ে দিয়েছে, গত বছরের মত এবারেও রথযাত্রায় শ্রীমন্দিরে ভক্তদের প্রবেশের প্রশ্ন নেই। স্নানযাত্রার আয়োজনে ও রথযাত্রা দিনেও নানা বিধিনিষেধে আরও একটি  ভক্তশূন্য রথযাত্রাই দেখতে চলেছে জগন্নাথ ধাম।

 

Exit mobile version