টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার, সিডনিতে নয়া নজির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

(Claire Polosak becomes first woman to officiate in a men’s Test in its 144-year history)

ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকল বৃহস্পতিবারের সিডনি। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার হয়ে নজির গড়লেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক।ভারত–অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

এর আগে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে ওয়ানডে ক্রিকেটেও দেখা গিয়েছিল ৩২ বছর বয়সি পোলোসাককে। নামিবিয়া বনাম ওমান পুরুষদের ওয়ানডে ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। পুরুষদের ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল পোলোসাককে। বিগ ব্যাশ টি–২০ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন স্টার্সের ম্যাচে দায়িত্ব সামলেছিলেন তিনি। মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।

আরও পড়ুন: সন্ধের পর বাইরে না গেলে ধর্ষণের ঘটনা ঘটত না! মন্তব্য করলেন খোদ মহিলা কমিশনের সদস্য

মাত্র ১৫ বছর বয়স থেকেই আম্পায়ারিং শুরু করেছিলেন পোলোসাক। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‌আমি কখনও ক্রিকেট খেলিনি, কিন্তু নিয়মিত খেলা দেখতাম। বাবা রোজ গাড়ি করে আম্পায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে দিতেন। অনেকবার পরীক্ষা দেওয়ার পর তবেই পাশ করতে পেরেছি।’‌

আরও পড়ুন: ‘কাউকেই ঠকাতে পারব না’, একই মণ্ডপে দুই প্রেমিকাকে বিয়ে বস্তারের যুবকের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest