বাংলাদেশে ভয়াবহ ফেরি লঞ্চডুবি! তোলা হচ্ছে একের পর এক নিথর দেহ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: ঢাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। সোমবার সকালে ঢাকার শ্যামবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি ছোট লঞ্চকে ধাক্কা মারে একটি বড় লঞ্চ। সঙ্গে সঙ্গে ডুবে যায় ছোট লঞ্চটি। দুর্ঘটনাগ্রস্ত লঞ্চটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন :পাক স্টক এক্সচেঞ্জে গ্রেনেড-বন্দুক হাতে হামলা, খতম ৪ সন্ত্রাসবাদী সহ নিহত ৯


উদ্ধারকারীরা জানিয়েছেন, সোমবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকায় অন্য একটি জলযানের সঙ্গে ধাক্কা লাগে ওই ফেরির। দমকল কর্মী এনায়েত হোসেন জানিয়েছেন, ‘নৌকাটি উলটে গিয়েছে। তার ভেতর থেকে এখনও পর্যন্ত ২৩টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’ ওই ফেরিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে মনে করা হচ্ছে। বাকিদের খোঁজে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।

সে দেশের পরিবহন দফতর সূত্রে জানানো হয়েছে, মুন্সিরগঞ্জ থেকে ঢাকার সদরঘাটে আসছিল এমভি মর্নিং বার্ড নামে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চটি। শ্যামবাজারের কাছে চাঁদপুর থেকে আসা ময়ূরী ২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় ছোট লঞ্চটি। লঞ্চের কিছু যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও অনেকেরই সলিল সমাধি ঘটে। এখনো কতজন নিখোঁজ তা জানাতে পারেনি সেদেশের উদ্ধারকারীরা।

দুর্ঘটনার পর উদ্ধার কাজে নামে বাংলাদেশের অসামরিক প্রতিরক্ষা বাহিনী। বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয় দেহগুলি। উদ্ধার করা দেহের মধ্যে ১৪ জন পুরুষ ৬ জন মহিলা ও ৩টি শিশুর দেহ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৯.৩০ নাগাদ ময়ূরী ২ লঞ্চটি সদরঘাটে বাঁধার সময় পিছন দিকে যাচ্ছিল। সেই সময় ছোট লঞ্চটির সঙ্গে তার ধাক্কা লাগে।

আরও পড়ুন : নয়া মানচিত্র ছাপানোর কারণে আমাকে সরানোর চক্রান্ত করছে দিল্লি, দাবি নেপালের প্রধানমন্ত্রীর

Gmail 5

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest