মার্চে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, গ্রাহকের চরম ভোগান্তির আশঙ্কা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েবডেস্ক: ফেব্রুয়ারি প্রায় শেষ। রবিবার থেকেই মার্চের শুরু। এরই মধ্যে ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ খবর। মার্চ মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।বাকি কুড়ি দিনের মধ্যে যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে আপনাকে। নইলে কিন্তু বিপদে পড়তে পারেন।

আরও পড়ুন: ক্ষমতাসীন দল যেন বেশি সুবিধা না পায়, পুরভোট নিয়ে কমিশনকে ৭ দফা নির্দেশ রাজ্যপালের

বেতন কাঠামোয় বদল এবং সংযুক্তির প্রতিবাদে আন্দোলন চালিয়েই যাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা। দফায় দফায় ধর্মঘট করছেন তাঁরা। সেই দাবিতেই ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত পরপর তিনদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মীরা। ধর্মঘট শুরুর আগের দিন অর্থাৎ ১০ মার্চ, মঙ্গলবার দোলের জন্য ব্যাঙ্ক ছুটি। আবার ১৪ মার্চ মাসের দ্বিতীয় শনিবার এবং ১৫ মার্চ, রবিবার। তাই ওই দু’দিনও কোনও কাজ হবে না। তার ফলে ৯ মার্চ, সোমবারের পর আবার গ্রাহকরা ব্যাংকিং পরিষেবা পাবেন ১৬ মার্চ। টানা ছ’দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় সাধারণ মানুষ যে বেশ খানিকটা সমস্যায় পড়বেন, তা নতুন করে বলার কিছুই নেই।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest