Site icon The News Nest

কড়া জবাব দিতে হবে চিনকে, কেবল অ্যাপ ব্যানে লাভ নেই, কেন্দ্রকে কটাক্ষ মমতার

mamta 700x400 2

The News Nest: ৫৯টি চিনা অ্যাপ ব্যান করেছে কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের এই সিদ্ধান্তকেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, শুধু অ্যাপ ব্যানই নয়, চিনকে আরও কড়া জবাব দিতে হবে ভারতকে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক সমালোচকরা।

মমতা বলেন, মাতৃভূমিকে রক্ষায় ভারতকে একদিকে আক্রমণাত্মক হতে হবে। তার সঙ্গে চলবে কূটনৈতিক দর কষাকষি। আমি মনে করি কেন্দ্রকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। কিছু একটা আপনাকে করতেই হবে।তা না হলে মানুষ প্রশ্ন তুলবে কেন্দ্রের অবস্থান নিয়ে। তবে কটাক্ষের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী একথাও বলেছেন যে, বিদেশ নীতির বিষয়ে কেন্দ্রের পাশেই রয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন : কেন্দ্র নভেম্বর অবধি, আগামী বছর জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে মমতা সরকার !

ঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করে টুইট করেছিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেছেন, “নরেন্দ্র মোদি কিছুদিন আগেই শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে যে চিনা অ্যাপ ব্যবহার করেছিলেন, এখন সেটাই নিষিদ্ধ করার কথা বলেছেন। এটাই কি চিনকে আপনার জবাব?” অভিষেকের কথায়, “এই ভণ্ডামি হাস্যকর।”

আরও পড়ুন : এবার করোনার থাবা বেলেঘাটা নাইসেডে, আক্রান্ত ডিরেক্টর শান্তা দত্ত, ভর্তি ID হাসপাতালে

Exit mobile version