ওয়েব ডেস্ক: ঝাঁকড়া চুলে যে দিন ভারতীয় দলের হয়ে প্রথম ম্যাচটা খেলেছিলেন, আসমুদ্র হিমাচলের মনে সে দিনই আসন গেড়ে বসেছিলেন। খেলে ছেড়ে দিয়েছেন বেশ কয়েকটা বছর হয়ে গেল। ভক্তদের মনে সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) নিয়ে এখনও সেই একই উন্মাদনা। আজ তাঁর জন্মদিন। কিন্তু লিটল মাস্টার এবার জন্মদিন পালন করছেন না। নিজের এই ৪৭তম জন্মদিন মাস্টার ব্লাস্টার (Sachin Tendulkar’S 47th Birthday) উৎসর্গ করতে চলেছেন COVID-19 যোদ্ধাদের।
কোনও সেলিব্রেশন নয় এবার, ঘনিষ্ঠদের কাছে ঠিক এই কথাই বলেছেন সচিন। COVID-19 যোদ্ধাদের মূলত সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন লিটল মাস্টার।সচিনের একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যম পিটিআই-কে বলেছে, “এই বছরটা উদযাপনের নয়, এমনটাই মনে করছেন সচিন। পাশাপাশিই তাঁর আরও বক্তব্য, বরং এই সময়টা COVID যোদ্ধাদের পাশে দাঁড়ানোর সময়। সামনে থেকে যাঁরা লড়াই করে যাচ্ছেন, অর্থাৎ ডাক্তার, নার্স, প্যারা-মেডিক্স, পুলিশকর্মীরা, জওয়ানরা– এখন শুধুই তাঁদের ট্রিবিউট জানানোর সময়।”
তবে তিনি না চাইলেও ভক্তরা থেমে থাকবেন কি। ক্রিকেটের ভগবানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা না জানিয়ে কী থাকতে পারেন ক্রিকেট প্রেমীরা! ৪৭তম আবির্ভাব দিবসে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যায় ভাসলেন সচিন তেন্ডুলকর। বিসিসিআই ও আইসিসি-র অনবদ্য দুই শুভেচ্ছা বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিস্তর।
আরও পড়ুন: ফের মানবিক শাকিব, করোনা ত্রাণে বিশ্বকাপ মাতানো ব্যাট তুলছেন নিলামে
Happy birthday to Sachin Tendulkar, the most prolific batsman of all time!
— ICC (@ICC) April 24, 2020
To celebrate, we will give you the opportunity to vote for his top ODI innings in a bracket challenge!
Stay tuned to join the celebrations 🎂 pic.twitter.com/3orof9LAvs
২০০৮ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। টেস্ট ক্রিকেটে সেটি ছিল তাঁর ৪১তম তিন অঙ্কের ইনিংস। ঝকঝকে সেই পারফরম্যান্স, ২৬/১১ মুম্বই হামলায় আহত ও নিহতদের প্রতি সমর্পণ করেছিলেন মাস্টার ব্লাস্টার। সেই ইনিংসের ঝলক টুইটারে পোস্ট করে সচিনকে ৪৭তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।
টুইটে সচিন তেন্ডুলকরকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে আখ্যা দিয়েছে আইসিসি। মাস্টার ব্লাস্টারের ৪৭তম জন্মদিনে তাঁর সেরা ইনিংস কোনগুলি, তা ফ্যানদের কাছে জানতে চেয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। তার উত্তরও পেয়েছে আইসিসি।
আর আমাদের তরফ থেকে আপনাদের জন্য রইল কিংবদন্তি এই ক্রিকেটারের বলা এমন কিছু উক্তি যা আপনাকে সাহস যোগাবে, উৎসাহ দেবে এবং প্রেরণা যোগাবে।
আরও পড়ুন: Lockdown Look: মাথা ন্যাড়া করে ভক্তদের চমকে দিলেন কপিল দেব