আলু ভালোবাসেন? এবার তাকে কাজে লাগান রূপটান হিসেবেও

রূপচর্চায় আলু কত ভাবে কাজে লাগাতে পারেন, দেখে নিন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আলু খেতে ভালোবাসেন না, এমন কাউকে খুঁজে বের করা সত্যিই কঠিন। এমনকী যাঁরা পারতপক্ষে সবজির ধারপাশ মাড়ান না, তাঁরাও আলু খেতে ভালোবাসেন। আলু দিয়ে তৈরি নানারকম সুস্বাদু পদ ছাড়া খাবার মুখে রোচে না অনেকেরই। শুধু স্বাদের জন্যই নয়, আলুকে ভালোবাসার আরও একটা কারণ হল রূপচর্চায় তার ভূমিকা। বিশেষ করে ত্বকের যত্নে তো জবাব নেই আলুর! চোখের নিচে ডার্ক সার্কল, মুখের কালো দাগ কমানোয় আলু একনম্বর! দেখে নিন কীভাবে ত্বকের যত্ন নিতে কাজে লাগাবেন আলু।

শুষ্ক ত্বকের সমস্যায়
আপনার মুখের ত্বক কি খুব শুকনো? শীতের দিনে ত্বকের শুষ্কতা আরও বেড়ে যায়? আপনার দরকার একটা আলু আর আধচামচ টক দই। আলুটা কুরিয়ে নিয়ে তার মধ্যে দই মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট মুখে মেখে 20 মিনিট রাখুন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। আলু ত্বকের শুষ্কভাব মোকাবিলা করে মুখে আর্দ্রতা ফিরিয়ে আনতে পারে।

রোদে পোড়া ত্বকের পরিচর্যায়
ত্বক রোদে বিশ্রীভাবে পুড়ে গেছে? ঝটপট জ্বালাভাব আর দাগ কমাতে বেছে নিন আলু। আলু পাতলা চাকা করে কেটে পোড়া অংশের উপরে লাগিয়ে রাখুন, 20 মিনিট পরে তুলে নিন। আলুর স্লাইসের বদলে আলুর রসও লাগাতে পারেন। জ্বালাপোড়াভাব নিমেষে শীতল হয়ে যাবে, পোড়াদাগও থাকবে না।

আরও পড়ুন: শীতে চুল মারাত্মক চুল ঝরছে? জেনে নিন কী করবেন, কী করবেন না

বয়সের দাগ রুখে দিন
মুখ থেকে বয়সের দাগছোপ দূর করতে আলু দারুণ ভালো কাজ করে। বিশেষ করে মুখে বলিরেখা পড়তে শুরু করলে আলুর সুফল কাজে লাগাতেই হবে। আলুর অ্যান্টি-অক্সিডান্ট আর ভিটামিন সি সফলভাবে বলিরেখার আনাগোনা রুখে দিতে পারে। আলুর খোসা ছাড়িয়ে থেঁতো করে নিন, এবার সেই পেস্টটা মুখে মাখুন। 20 মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে চমকপ্রদ ফল পাবেন।

ত্বকের রং উজ্জ্বল করতে
আলুর রসে এমন গুণ রয়েছে যা ত্বক উজ্জ্বল করে তুলতে পারে স্বাভাবিকভাবে। আলু কুরিয়ে রস বের করে নিন। তিন টেবিলচামচ পরিমাণ আলুর রসের সঙ্গে দু’ টেবিলচামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটা মুখে আর গলায় মেখে 10-15 মিনিট রেখে দিন, যাতে শুকিয়ে যায়। তারপর ধুয়ে ফেলুন। আলুর রসে ত্বক উজ্জ্বল করার স্বাভাবিক উপাদান রয়েছে, তাই ত্বকের কালচেভাব দ্রুত কেটে যায়। সঙ্গে মধু ত্বকের আর্দ্রতাও রক্ষা করে।

ব্রণর দাগ কমাতে
ডার্ক সার্কল কমানোর ব্রণর দাগ ফিকে করতেও ভরসা রাখুন আলুর উপর। আলু কুরিয়ে রস বের করে নিন। এই রসটা সারা মুখে মেখে মিনিট 15 রেখে দিন, শুকনো হয়ে যাবে। তারপর জল দিয়ে ধুয়ে নিলেই হল। নিয়মিত মাসদুয়েক লাগালেই সমস্ত দাগ হালকা হতে হতে উঠে যাবে।

আরও পড়ুন: চিরপরিচিত নারকেল তেল দিয়েই নিষ্প্রাণ চুলে ফিরিয়ে আনুন পুরোনো জেল্লা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest