বেশ কয়েক বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে নজর কেড়েছেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র। এমন ক্রিস্টাল ক্লিয়ার ত্বক এবং সুন্দর চেহারা ধরে রাখার রহস্যটা কী, নিশ্চয় জানতে ইচ্ছে করছে আপনাদেরও? বিভিন্ন সময় একাধিক সংবাদমাধ্যমে রুক্মিনী যেটা শেয়ার করেছেন তা জানলে অবাক হবেন আপনারাও।
রুক্মিনী জানিয়েছেন, অনেকে রোগা হওয়ার জন্য অনেক কিছুই করে থাকেন, অনেকে তো আবার সবার আগে ভাত খাওয়া ছেড়ে দেন। কিন্তু অনেকেই জানেন না যে, ভাত খেলে ত্বক এবং চুলে জেল্লা বাড়ে। এক থালা গরম ভাতের সঙ্গে বেশ খানিকটা মাখন আর আলুসেদ্ধ তাঁর খুবই পছন্দের। তবে বৃষ্টির দিনে ভাজাভুজি মশলাদার খাবার খাওয়ার ইচ্ছা মারাত্মক বেড়ে যায় তাঁর। তবে রুক্মিনী আরও বলেন যে, তিনি এমনটা বলছেন না যে, সবাই তাঁর মেনে চলা ডায়েট প্ল্যান ফলো করুক, কিন্তু তাঁর সাফ বক্তব্য, সবার আগে আপনাকে আপনার শরীরটাকে বুঝতে হবে, শরীরের চাহিদা অনুযায়ী চললে, তবেই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ত্বকের যত্নে বিশেষ টিপস
সানস্ক্রিনের প্রতি একটা বিশেষ ভালবাসা আছে রুক্মিনীর। ট্যানের হাত থেকে বাঁচতে সারা বছরই সানস্ক্রিন ব্যবহার করেন তিনি। আর এছাড়া ত্বককে ডিহাইড্রেশনের থেকে বাঁচাতে একটা ডে ক্রিম আর একটা নাইট ক্রিম ব্যবহার করেন তিনি।
আরও পড়ুন: পার্লারে যেতে ভয়? ঘরোয়া এই টোটকাতেই জেল্লাদার আপনি
চুলের যত্নে সহজ টিপস
বাতাসে যখন আর্দ্রতা বেড়ে যায় তখনই চুলের সবচেয়ে বেশি ক্ষতি হয় বলে মনে করেন রুক্মিনী। আর সেই কারণেই তিনি ২ সপ্তাহে একবার অয়েল মাসাজ করেন এবং সপ্তাহে ৩দিন শ্যাম্পু করেন। আর বাইরে বেরলে কেবল টপ নট করেন।
মেকআপের জাদু
শ্যুটিং না থাকলে মেকআপ করা একেবারে না-পসন্দ রুক্মিনীর। আর সেই কারণেই এমনি সময়ে নো-মেকআপ লুক রুক্মিনীর বিশেষ পছন্দের। কারণ তিনি মনে করেন, ত্বকেরও খুলে শ্বাস নেওয়াটা জরুরী। আর সেইকারণে শ্যুটিং ছাড়া এমনি সময় তাঁর সহজ মেকআপ টিপস হল, আইব্রো ব্রাশ করা, লাইট পাউডার অ্যাপ্লাই করা, একটা লিপবাম আর চোখে মাস্কারা।
আরও পড়ুন: নিজের উজ্জ্বল ত্বকের রহস্য ফাঁস করলেন ভাগ্যশ্রী, জেনে নিন আপনিও…