বর্তমানে আমাদের জীবনের সঙ্গে ‘স্যানিটাইজ’ শব্দটা ভীষণভাবে জড়িয়ে গিয়েছে। করোনা আবহে মোবাইল থেকে রিমোট সবকিছুই আগে স্যানিটাইজ করে তারপর ব্যবহার করছি আমরা। কিন্তু জানেন কি, আপনার মেকআপ কিটের মধ্যে লুকিয়ে বাসা বেঁধে থাকতে পারে জীবাণু! তাই এই প্রয়োজনীয় জিনিসগুলোও পরিষ্কার রাখা ভীষণ দরকার। কীভাবে জীবাণুমুক্ত রাখবেন নিজের মেকআপের জিনিস, সেই কথাই ভাবছেন তো! চিন্তা নেই, কিছু সহজ উপায়ে ঘরে বসেই পরিষ্কার করতে পারবেন আপনার সাজগোজের সামগ্রীকে।
ব্রাশ আর স্পঞ্জ
অ্যালকোহল যুক্ত স্প্রে দিয়ে স্যানিটাইজ করতে পারেন। সপ্তাহে একবার নিয়ম করে নিজের ব্রাশ, স্পঞ্জ এগুলো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। তারপর ভাল করে শুকিয়ে নিয়ে ব্যবহার করুন। পাশাপাশি ৭০-৯৯ শতাংশ অ্যালকোহলের দ্রবণে ব্রাশগুলো চুবিয়ে নেওয়া যেতে পারে। তাহলে জীবাণু থাকার সম্ভাবনা কমে যায় অনেক। এছাড়াও যে পাত্রের মধ্যে বা ব্যাগের মধ্যে মেকআপ কিটগুলো রাখা হয় সেগুলোকেও স্যানিটাইজ করে নেওয়া প্রয়োজন। আর যে টেবিলের ওপর রেখে মেকআপ করা হবে, সেটাও পরিষ্কার আছে কি না, নজর রাখতে হবে সেদিকেও।
আরও পড়ুন: চুলের ডগা ফেটে যাচ্ছে? এই সাতটি সহজ উপায়ে মিলবে সমাধান
লিপস্টিক
লিপস্টিককে স্যানিটাইজ করা খুব প্রয়োজন। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার স্প্রে করে লিপস্টিককে স্যানিটাইজ করেই লাগানো দরকার। আর পরে সেটাকে টিস্যু দিয়ে তুলে ফেলতেও হবে, না হলে ঠোঁটের চামড়ার ক্ষতি হতে পারে।
মাস্কারা
চোখের মেকআপের ক্ষেত্রে আরও অনেক বেশি সাবধানী হওয়া প্রয়োজন। করোনা পরিস্থিতিতে কোনও রকম স্যানিটাইজ না করে চোখের মেকআপ করা উচিত নয় বলেই জানিয়েছেন মেকআপ শিল্পীরা।
আরও পড়ুন: পুজোর আগেই জেনে নিন রুক্মিনী মৈত্রর হেয়ার, স্কিন কেয়ার সিক্রেট!