ওয়েব ডেস্ক: করোনার কারণে বন্ধ ক্রিকেট। খেলার দুনিয়া করোনা ধাক্কায় পুরোপুরি স্তব্ধ। শুধু ক্রিকেট কেন, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন সব টুর্নামেন্টই স্থগিত রয়েছে। এর মাঝে সেরা ক্রিকেটারদের নিয়ে উইসডনের প্রকাশিত তালিকা ক্রিকেট ফ্যানেদের মুখে হাসি ফোটাতে পারে।
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ককেই বেছে নেওয়া হল বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রসিদ্ধ এই পুরস্কারের যোগ্য দাবিদার হিসাবে। ২০১৯ সালটা দুর্দান্ত কেটেছে ইংল্যান্ডের এই অল রাউন্ডারের। বিশ্বকাপের পাশাপাশি অ্যাসেজেও অনবদ্য বেন স্টোকস। মূলত তাঁর অতিমানবীয় ইনিংসের জেরেই হে়ডিংলি টেস্টে নিশ্চিত জয় থেকে বঞ্চিত থাকে অস্ট্রেলিয়া। ২০০৫ সালে অ্যান্ড্রু ফ্লিনটপের পর দীর্ঘ ১৫ বছরে এই প্রথম কোনও ব্রিটিশ ক্রিকেটারের ঝুলিতে গেল এই খেতাব।
আরও পড়ুন: জ্বলছে অরণ্য! এবার ভয়াবহ আগুনের গ্রাসে বাঁকুড়ার শুশুনিয়া জঙ্গল
উইজডেন সম্পাদক লরেন্স বুথ বেন স্টোকসের এই কীর্তি সম্পর্কে জানিয়েছেন, ‘স্টোকস কয়েক সপ্তাহের মধ্যে দুই দফায় জীবনের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথমটি, তার বিস্ময়কর প্রতিভা ও কিছুটা ভাগ্যের সমন্বয়ে বিশ্বকাপ ফাইনালে। রান তড়া করবার সময় ইংল্যান্ডের রক্ষাকর্তা ছিলেন স্টোকস, এরপর সুপার ওভারেও ১৫ রান তুলে দলকে জেতান।এরপর, অ্যাসেজের তৃতীয় টেস্টে হেডিংলিতে খেলেন অসাধারণ এক ইনিংস। মূলত তাঁর অপরাজিত ১৩৫ রানে ভর করেই এক উইকেটে ম্যাচ জেতে ইংল্যান্ড’।
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমান্যাকের ১৫৭তম সংস্করণে মহিলা ক্রিকেটের লিডিং তারকা নির্বাচিত হয়েছে অজি তারকা এলিসা পেরি। পেরিসহ উইসডেন বর্ষসেরা পাঁচ ক্রিকেট তারকার তালিকায় রয়েছেন- প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), এলিসা পেরি(অস্ট্রেলিয়া), মারনাস ল্যাবুশেন, জোফ্রা আর্চার (ইংল্যান্ড) এবং সিমন হার্মার (দক্ষিণ আফ্রিকা)।
উইজডেনের চলতি এডিশনে লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার’ নির্বাচিত হয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
আরও পড়ুন: করোনা সংক্রমণের আশঙ্কা, পরিজনদের সুরক্ষায় গাড়িতেই দিন কাটাচ্ছেন রোগীদের চিকিৎসক