কালো সুতো পরছেন? স্টাইল করতে গিয়ে নিজের সর্বনাশ করছেন না তো?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: হাতে পায়ে কালো সুতো পরাটা আজকাল নতুন ফ্যাশন মনে করেন অনেকে । তাই এখন এই কালো সুতো একটা অলঙ্কারের মতই ব্যবহার করেন কেউ কেউ । কেউ আবার ছোট বাচ্চাদের যাতে নজর না লাগে তাই কালো সুতো বেঁধে দেন হাতে-পায়ে । কিন্তু মনে রাখবেন, কালো সুতো কিন্তু সবার পরার উপযুক্ত নয় ।

f9190bb13712817ab10ea2d1c2cad5cd

শুধু তাই নয়, কালো সুতো পরার কিছু নিয়মও রয়েছে । সেগুলো মেনে না চললে আপনার জীবনে ভাল হওয়ার পরিবর্তে খারাপ হতে পারে। কালো সুতো পরার কিছু নিয়মও রয়েছে । সেগুলো মেনে না চললে আপনার জীবনে ভাল হওয়ার পরিবর্তে খারাপ হতে পারে ।

আরও পড়ুন : বেঁচে যাওয়া ভাত গরম করে খান? তবে এবার সাবধান

জ্যোতিষবিদদের কথা অনুযায়ী মকর,কুম্ভ ও তুলা এই তিন রাশির জন্য কালো রং ও কালো সুতা উপকারী। এই তিন রাশির জাতক জাতিকারা অনায়াসে কালো সুতা পড়তে পারেন।

mhhjwj30029163 1 1

কিন্তু বৃশ্চিক রাশি ও মেষ এই দুটি রাশির জাতক জাতিকাদের জন্য মোটেও শুভ নয় কালো সুতা । জ্যোতিষবিদদের মতে এই দুটি রাশিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল, তাই এদের জন্য কালো রং শুভ নয়। তাদের মধ্যে সিদ্ধান্তহীনতা দেখা দেন এবং তাদের জীবনে বিপদের আধিক্য দেখা দিতে পারে।

img 2749

এ ছাড়াও এই কালো সুতো পরার নিয়মগুলি জেনে তবেই তা পরুন । সুতোটি পরার আগে ৯টি গিঁট দিন । মন্ত্র পরে, শুভ মুহূর্তের সময় এটি ধারণ করুন, যেমন- ব্রহ্ম মুহূর্ত ।২,৪,৬ বা ৮টি প্যাঁচে কালো সুতো পরুন । যদি হাতে আগে থেকেই লাল বা হলুদ সুতো থাকে তা হলে কালো সুতো মোটেই পরবেন না ।

 চেষ্টা করুন শনিবার এই সুতো পরতে । কারণ কালো শনির রং । আর যেহেতু কালো রং শনির প্রতীক, তাই অবশ্যই আপনার জীবনে কেমন দশা চলছে তা জেনে নিয়ে পরুন।কালো সুতো পরার সময় রুদ্র গায়েত্রী মন্ত্র জপ করুন । এতে কালো সুতোর শক্তি বৃদ্ধি হবে ।

original

আরও পড়ুন : কম চুলের পুরুষ করোনা সংক্রমণের বেশি শিকার হতে পারেন! মনে করছেন বিশেষজ্ঞরা

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest