এবার বিজেপির পোস্টারে রবীন্দ্রনাথের কবিতা বিকৃতির অভিযোগ, সরগরম সোশ্যাল মিডিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: রবীন্দ্র সঙ্গীত বিকৃতির অভিযোগে গত দু’দিন ধরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং বার্লো গার্লস স্কুল সংবাদের শিরোনামে। এবার বিজেপির একটি পোস্টার নতুন করে তৈরি করছে বিতর্ক। নেটিজেনদের দাবি, গেরুয়া শিবিরের ওই পোস্টারটিতেও বিকৃত করা হয়েছে রবীন্দ্রনাথের লেখনী।তাই শাস্তি পাওয়া উচিত বিজেপিরও।

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির/ জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর/ আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী/ বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি… কবিগুরুর এই লাইনগুলিই বিকৃত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শহরের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবির নরেন্দ্র মোদির প্রচারের জন্য এই পোস্টার লাগিয়েছে। যাতে লেখা আছে, “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, দুনিয়া সঙ্গে আছে নরেন্দ্র মোদির।” যা রীতিমতো কবিগুরুর লেখনীর অবমাননা বলে মনে করছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন: বসন্ত উৎসবে বেনজির অসভ্যতার জের, ইস্তফা দিলেন রবীন্দ্রভারতীর উপাচার্য

 

BJP Poster V 2

বাংলার মানুষের মন জয়ের লক্ষ্যে বাংলার মণীষীদের পাথেয় করে চলতে চাইছে বিজেপি। আর তাতে গোলও বেঁধেছে। ইতিমধ্যেই ঋত্ত্বিক ঘটকের ছবির একটি অংশকে নিজেদের প্রচারের কাজে লাগিয়ে বিতর্কে জড়িয়েছে গেরুয়া শিবির। এবার তাদের বিরুদ্ধে কবিগুরুর লেখা বিকৃতির অভিযোগ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest