Site icon The News Nest

চিনা অ্যাপ ব্যানে পরোয়া নেই, স্ক্যানের নয়া অ্যাপ আনল বাংলা, জানালেন মমতা

প্রথমে ‘মেক ইন ইন্ডিয়া’ পরে ‘আত্মনির্ভর ভারত’ তারপর ‘ভোকাল ফর লোকাল’-এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।তাতে কিছু app হয়েছে বটে কিন্তু তা খুব একটা জনপ্রিয় হচ্ছে না। app দেখতে ভালো হলে কি
হবে তা খুলছে না। চিনের একটি জনপ্রিয় স্ক্যান অ্যাপের উপর কেন্দ্র নিষেধাজ্ঞা চাপানোর পর নয়া সেলফ স্ক্যান এবার নিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা আজ একটা কাজ করতে চলেছি। আশা করি, আমরা যুবপ্রজন্মের এটা খুব কাজে লাগবে। আমরা সম্প্রতি শুনছিলেন, এই স্ক্যান, ওই স্ক্যান, ওই দেশের স্ক্যান – সেটা আমরা আদৌও ব্য়বহার করব কিনা।’ আর সেই শঙ্কা দূর করার জন্য রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতর নয়া অ্যাপ তৈরি করেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : গোদের ওপর বিষফোঁড়া ! এবার বিউবোনিক প্লেগ, ফের মহামারি সতর্কতা চিনে

তিনি বলেন, ‘এটা আইটি দফতর করেছে। রাজীব কুমার এবং অন্যান্যদের ধন্যবাদ। আমরা রাজ্যের তৈরি করা একটি অ্যাপ – সেলফ স্ক্যানের সূচনা করলাম আজ। নিজেদের উপরই ভরসা করুন। বাইরে যাওয়ার দরকার নেই।’

স্ক্যান করার নয়া অ্যাপ আনল রাজ্য সরকার। সেই অ্যাপে সবার ব্যক্তিগত তথ্য এবং সুরক্ষা রক্ষিত হবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘স্বদেশিয়ানা কাকে বলে এবার শেখাবে বাংলা।’

‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই…’ বলে স্বনির্ভরতার বার্তা বাংলায় প্রথম দিয়েছিল। বাংলা বহুবার পথ দেখিয়েছে দেশকে। কেবল সংস্কৃতির জগতে নয়। বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি, দেশপ্রেম সবত্র বাংলা মশাল হাতে নেতৃত্ব দিয়েছে। এই উদ্দম বাংলার রক্তে। তার দেশপ্রেমে বিদ্বেষের ফোড়ন নেই। যদিও সেখানে বিষ ঢোকানোর মরিয়া চেষ্টা চলছে।

আরও পড়ুন : বিচিত্র এই দেশ ! জাল কোভিড নেগেটিভ সার্টিফিকেট মিলছে মাত্র আড়াই হাজার টাকায়

Exit mobile version