Site icon The News Nest

ফি সপ্তাহে রাজ্যে ২ দিন সম্পূর্ণ লকডাউন, শুরু এই সপ্তাহ থেকেই

বাংলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। কার্যত প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা নয়া রেকর্ড তৈরি হচ্ছে। এই অবস্থায় বাংলায় প্রতি সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন ঘোষণার পথে হাঁটল রাজ্য সরকার।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব বলেন, আমলা, বিশেষজ্ঞদের কমিটি আলোচনা করার পর মনে করছে, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এই লকডাউন জরুরি।

আরও পড়ুন : রুপোর ইটে হবে ভিত, ৫ অগস্ট রামমন্দিরের ‘ভূমিপূজন’, আমন্ত্রিত মোদী সহ ৩০০ অতিথি

তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, কন্টেইনমেন্ট জোনে যেমন পুরো লকডাউন চলছে তেমন চলবে। তার সঙ্গে সপ্তাহে দু’দিন সারা রাজ্যেই পুরো লকডাউন সুনিশ্চিত করা হবে।

আলাপন আরও বলেন, প্রতি সপ্তাহের শুরুতেই উচ্চ পর্যায়ের এই কমিটি বৈঠক করে সেই সপ্তাহে কোন দিন লকডাউন করা হবে তা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করবে। অর্থাৎ প্রতি সপ্তাহে নির্দিষ্ট দু’দিনে লকডাউন হবে এমন নয়।

 

আরও পড়ুন : একসারিতে ৫ গ্রহ! খালি চোখেই দেখা যাবে অসাধারণ মহাজাগতিক ঘটনা, জেনে নিন কবে…

 

 

Exit mobile version