কলকাতা: চারিদিকে অস্থিরতা। তবে এই করোনা আতঙ্কের মাঝেই, অল্প হলেও খুশির খবর টলিউডে। এশিয়ান ফুড ফিল্ম (Best Asian Films) ২৫টি ছবিকে মনোনীত করেছে। এই সমস্ত ছবিই রকমারি খাবার নিয়ে তৈরি। সেই তালিকায় জায়গা করে নিয়েছে রঞ্জন ঘোষের (Ranjan Ghosh) ‘আহা রে’ (Aha Re)।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলাদেশের নায়ক আরিফিন শুভ। এছাড়াও দেখা গেছে পরাণ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, শকুন্তলা বড়ুয়া, অমৃতা চট্টোপাধ্যায় প্রমুখ। ছবির প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) উচ্ছ্বসিত এই সম্মান পেয়ে।হদ-মাঝারে, রং বেরঙের কড়ির পর এটি রঞ্জনের তৃতীয় ছবি। ঢাকার সেলেব শেফ ফারহাজ চৌধুরী বসুন্ধরার প্রেমে পড়েন তাঁর রান্নার গুণে। বসুন্ধরার একটি ক্যাটারিং সংস্থা আছে। তার মাধ্যমেই আলাপ বাংলাদেশি শেফের সঙ্গে। শেষে রকমারি রান্না মুছে দেয় কাঁটাতারের ভেদাভেদ।
আরও পড়ুন: হিট মেশিন! অরিজিতের জন্মদিনে রইল বিখ্যাত গানের তালিকা
এই বিশেষ সম্মানের খবর পেতেই ঋতুপর্ণা জানান “সময়টা খুবই খারাপ এই দারুন খবরের জন্য, কিন্তু সেইটুকু ভাল খবরও ভাগ করে নিতে চাই আমি আমার দর্শকদের সঙ্গে।’আহারে’ ছবিটা বানিয়ে বিভিন্ন দেশ ও ফিল্ম ফেস্টিভালে পাঠাই। সব জায়গায় এই ছবি সমাদৃত। এবারে সেরা ২৫ খাদ্য বিষয়ক এশিয়ান ফিল্মের তালিকায় জায়গা পাওয়াটাও কম কিছু নয়।এর জন্য অবশ্যই আমি আমার ছবির পরিচালক রঞ্জন ঘোষকে ধন্যবাদ জানাতে চাইব। এই সময় যখন বহু মানুষ দুবেলা দুমোঠো খেতে পাচ্ছেন না সেখানে দাঁরিয়ে আমি বলতে চাই খাবার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং খাবারকে আমাদেরর সকলের সম্মান করা উচিত।”
অন্যদিকে এই ছবির পরিচালক রঞ্জন ঘোষ ও বেশ উৎসাহিত এই সম্মানের পেয়ে। তিনি বলেন,”যে তালিকায় আ্যং লীর ‘ইট ড্রিংক ম্যান ওম্যান’ এবং জুজো ইতামীর ‘ট্যামপোপো’র মতন ছবির সঙ্গে আমার ছবি ‘আহারে’ জায়গা করে নিতে পারে সেটা তো বিশাল পাওনা বটেই। ফিল্ম নিয়ে পড়াশোনা করার সময় আমরা এই ছবিগুলো নিয়ে পড়াশোনা করি। এবারে সেই ছবির সঙ্গে আমার ছবি। এর জন্য ঋতুপর্ণাকে আমার অনেক ধন্যবাদ।আমার ওপরে ভরসা করার জন্য এবং এই ছবির প্রযোজনা করার জন্য।”
আরও পড়ুন: বাড়িতেই পার্লার খুললেন দেব! জেনে নিন কাকে দিয়ে হেয়ার স্টাইল করালেন ?