কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ এবার ৫০০ বেডের সম্পূর্ণ কোভিড হাসপাতাল!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: রাজ্যের আরও এক মেডিকেল কলেজকে সম্পূর্ণ রূপে কোভিড হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের। করোনা যুদ্ধে রাজ্যের দুই মেডিক্যাল কলেজকে সম্পূর্ণ রূপে কোভিড হাসপাতাল তৈরি করা, দেশের মধ্যে এমন ঘটনা প্রথম।

বিপর্যয় ঠেকাতে এ যেন আগাম প্রস্তুতি। কলকাতা শহর সংলগ্ন সাগরদত্ত মেডিক্যাল কলেজকে এবার সম্পূর্ণরূপে কোভিড হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। কলকাতা মেডিক্যাল কলেজের পর রাজ্যে এটি দ্বিতীয় কোন মেডিক্যাল কলেজ হাসপাতাল, যেটিকে সম্পূর্ণ ভাবে নভেল করোনা  ভাইরাস সংক্রমণে আক্রান্তদের  চিকিৎসার জন্য গ্রহণ করার  সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

আরও পড়ুন : ‘এসপি-কে চড় মারতে পিছপা হব না’, প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য BJP যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর

এর আগে এমআর বাঙুর, কলকাতা মেডিক্যাল কলেজকে কোভিড হাসপাতাল করা হয়েছে। বিভিন্ন জেলায় বেশ কয়েকটি হাসপাতালকেও ‘কোভিড’-এর চিকিৎসার জন্য তৈরি রাখা হয়েছে।

রাজ্যে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত রাজ্যে ৭ হাজার ৩০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। সে কারণে আগে থেকেই শুধুমাত্র করোনা চিকিৎসার জন্য কোভিড হাসপাতাল তৈরি রাখতে চাইছে রাজ্য। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে ১৬টি সরকারি হাসপাতালে কোভিডেরচিকিৎসা চলছে। তা ছাড়াও, আরও ৫৩ বেসরকারি হাসপাতালেও করোনার চিকিৎসা চলছে। 

পানিহাটির তৃণমূল বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক নির্মল ঘোষ বলেন, “উত্তর ২৪ পরগনার কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালকে অত্যাধুনিক ৫০০ বেডের করোনা হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার। যাতে দ্রুত মানুষ এই চিকিৎসা পরিষেবা পান সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নির্মল ঘোষ। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : মোদীর মন্ত্রিসভায় কি তবে এবার ধরবে মুকুল? জোর জল্পনা রাজনৈতিক মহলে

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest