ওয়েব ডেস্ক: বুধবার প্রয়াত হলেন অভিনেতা ইরফান খান। মাত্র ৫৩ বছর বয়সেই চলে গেলেন এই তারকা। কোলনে ইনফেকশন নিয়ে গতকাল কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি অভিনেতা ইরফান খান। ক্যানসারকে জয় করা এই অভিনেতা আবারও ফিরে আসবেন, বিশ্বাস ছিল সকলের। কিন্তু না- এইবার আর ফিরলেন না ইরফান। হেরে গেলেন জীবন যুদ্ধে।
জয়পুরের দামাল ছেলে ইরফান আসলে দেহ মনে ছিলেন এক ক্রিকেটার। সুযোগ মিলেছিল সিকে নাইডু ট্রফিতে খেলার। প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ পেয়েও খেলা চালিয়ে যেতে পারেননি। একটা দরজা বন্ধ হলে খুলে যায় আরেকটা দরজা। ন্যাশানাল স্কুল অফ ড্রামায় পড়ার সুযোগ পান ইরফান। সেই সাফল্যের যাত্রাটা শুরু। আক্ষেপ একটাই , বড় তাড়াতাড়ি চলে গেলেন ইরফান।
তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর, প্রিয়াঙ্কা চোপড়া, তাপসী পান্নু সকলেই টুইটারে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইরফানের পিকু কো-স্টার বিগ বি লেখেন, ‘এইমাত্র শুনলাম ইরফান চলে গেল… সবচেয়ে খারাপ এবং হৃদয়বিদারক খবর… অসামান্য প্রতিভা.. সহকর্মীদের সঙ্গে ভীষণ মিশুকে.. বিশ্ব সিনেমায় ওঁর অবদান ভোলবার নয়, খুব তাড়াতাড়ি চলে গেল… এই শূন্যস্থান পূরণ হবার নয়’।
T 3516 – .. just getting news of the passing of Irfaan Khan .. this is a most disturbing and sad news .. 🙏
— Amitabh Bachchan (@SrBachchan) April 29, 2020
An incredible talent .. a gracious colleague .. a prolific contributor to the World of Cinema .. left us too soon .. creating a huge vacuum ..
Prayers and duas 🙏
ইরফান খানের কাছের বন্ধু তথা পিকু পরিচালক সুজিত সরকারই এদিন অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন। টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমার প্রিয় বন্ধু ইরফান… তুমি লড়াই করেছো… লড়াইটা চালিয়ে গেছ… আমি আজীবন তোমাকে নিয়ে গর্ব করব… আবার দেখা হবে…সুতপা, বাবিল তোমরাও যুদ্ধ করেছ, তোমার সবটা উজাড় করে এই লড়াইয়ে সুতপা তুমি ইরফানের পাশে থেকেছো। ওম শান্তি। স্যালুট ইরফান খান।’
আরও পড়ুন: প্রয়াত ইরফান খান, শেষ হল কঠিন লড়াই
তাপসী পান্নু টুইটারে লিখছেন, “এই লকডাইনে আমরা ভাবছিলাম এর থেকে খারাপ কিছু হতে পারে না। তখন জানতে পারলাম আপনি আর নেই। আমার মনে হয় আমি কখনও ভেবেই উঠতে পারব না যে আপনি নেই। আমি সবসময়ে জানব আমাদের পাশেই আছেন আপনি। প্রিয় ইরফান আপনি ছিলেন সবার সেরা।”
When we thought nothing could make us feel worse,this happened. I think I will refuse to believe you are no more by watching all your work time n again n again n again. I have known you that way n shall continue to know you that way for ever. You ARE the best we have #IrrfanKhan
— taapsee pannu (@taapsee) April 29, 2020
কমল হাসানেরও আক্ষেপ এক। লিখছেন, এত তাড়াতাড়ি চলে গেলেন ইরফান! আমি চেয়েছিলাম, আপনি আরও অনেকগুলো দিন থাকুন।
Too soon to leave @irrfank Ji. Your work always left me in awe. You’re one of the finest actors I know, I wish you stayed longer. You deserved more time. Strength to the family at this time.
— Kamal Haasan (@ikamalhaasan) April 29, 2020
অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, ” আত্মার শান্তি কামনা করি। আপনি যে আমার প্রতি কতটা দয়ালু ছিলেন কীকরে বোঝাবো, এমন একটা সময়ে যখন আমার আত্মবিশ্বাস ছিল না। আপনার পরিবারের প্রতি সমবেদনা ও ভালোবাসা রইল।”
শাবানা আজমি লিখেছেন, সকাল সকাল এই খবর শুনে মন খারাপ হয়ে গেল। খুব তাড়াতাড়ি চলে গেলেন। এত অসাধারণ একজন অভিনেতা। উনি ক্যানসারের সঙ্গে লড়াই জিতে ফিরেও এসেছিলেন। এটা একটা বড় ক্ষতি ওনা পরিবারের পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও। আত্মার শান্তি কামনা করি।
রবিনা ট্যান্ডন লিখেছেন, সহ অভিনেতা হিসাবে অসাধারণ, অসাধরণ মানুষ। তুমি চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা ওনাকে একটু বেশি আগেই হারিয়ে ফেললাম। বিশ্বাস হচ্ছে না ওম শান্তি।
ইরফান খানের মৃত্যুতে প্রযোজক বনি কাপুর বলেন, আমরা অসাধারণ একটা অভিনেতাকে হারালাম। যিনি শেষপর্যন্ত লড়াই করেছিলেন। ইরফানকে সব সময় মনে থাকবে। ওর পরিবারের প্রতি সমবেদনা রইল।
আরও পড়ুন: জীবনের শেষ মুহূর্তেও অমর থাকার মন্ত্র শেখালেন ইরফান! দেখুন অভিনেতার শেষ বার্তা