Site icon The News Nest

World Students Day: আজ এপিজে আব্দুল কালামের জন্মদিন, দেখে নিন তাঁর অমিয় বাণীগুলি যা উৎসাহ যোগাবে আপনাকে

apjabdulkalam

এই মানুষটি হয়ত আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর প্রত্যেকটি কথা আমাদের চলার পথের নিত্য সঙ্গী। তিনি বিশ্বাস করতেন, ভবিষ্যতে নতুন বিশ্ব গড়বে ছাত্রসমাজ। ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, অথচ তাঁর নামে আজ পর্যন্ত কোন বিতর্ক শোনা যায়নি। এই মহান মানুষটি হলেন এপিজে আবদুল কালাম( APJ Abdul Kalam)। প্রতিবছর ১৫ই অক্টোবর শুধুমাত্র ভারতবাসী নয়, সারা বিশ্ববাসী তাঁর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। সমস্ত শিক্ষার্থীদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন অনুপ্রেরণামূলক নানান গুরুত্বপূর্ণ বাণী। যা সুষ্ঠু সমাজ গড়ে তোলার সহায়ক। ছাত্রদের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। এপিজে আবদুল কালামকে সম্মান জানাতে, ২০১০ সাল থেকে তাঁর জন্মদিন উপলক্ষে পালন করা হয় বিশ্ব ছাত্র দিবস (World Students Day)।

তিনি মারা যান ২৭ জুলাই ২০১৫ সালে। তার জীবদ্দশায় ৮৪ বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান বাণী।

আরও পড়ুন: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদীর এইসব প্রেমের উক্তি আপনার মনে দাগ কাটবেই

আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের জন্য 20টি Monsoon Caption, যা আকর্ষনীয় করবে আপনার ফিডকে

 

Exit mobile version