Sarada Devi Birth Anniversary: Top Quotes by Holy Mother That Will Brighten Your Day

ধৈর্য ও বিশ্বাসেই মেলে ঈশ্বরের সান্নিধ্য, মা সারদার এইসব বাণী শান্ত করে মনকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সারদা দেবীর বাণী চঞ্চল মনকে শান্ত করে। চিন্তা-ভাবনার দিশাকে নয়া মোড় দেয়। নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে। ধৈর্যের শিক্ষা দেয়। মানুষকে কর্মঠ হতে শেখায়। বহু যুগ আগে যেসব কথা তিনি বলে গিয়েছেন, যা অনুভব করে গিয়েছেন, বর্তমান সমাজেও তা প্রোযজ্য। এই প্রতিবেদনে তুলে ধরা হল তাঁর কিছু বাণী।

  • যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তাঁর দেখা পাবে|
  • সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো | ক্রমে সব হবে|
  • কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয়|
  • আমি সত্যেরও মা, অসত্যেরও |
  • জগৎকে নিজের করে নিতে শেখো | কেউ পর না, জগৎ তোমার|
  • যদি শান্তি চাও,কারোর দোষ দেখোনা,দোষ দেখবে নিজের|

আরও পড়ুন: জেনে নিন মাদার টেরেসার ১০টি অনুপ্রেরণামূলক উক্তি, যা কাটিয়ে দেবে আপনার হতাশা

  • ভালবাসায় সবকিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না।
  • মানুষ তো ভগবানকে ভুলেই আছে। তাই যখন যখন দরকার, তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ।
  • যিনি ব্রহ্ম, তিনিই শক্তি আর তিনিই মা | দরকার নেই ফুল,চন্দন,ধূপ,বাতি, উপাচারের | মাকে আপন করে পেতে শুধু মনটাকে দেও তাঁরে
  • কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করোনা, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায়না
  • যে অল্পেতে তুষ্ট থাকে, তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়

আরও পড়ুন: Guru Nanak Jayanti 2021: গুরু নানকের ১০ বাণী, যা জীবনের বেঁচে থাকার প্রাণশক্তি জোগাবে

 


Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest