করোনা আবহে সুখবর! পুত্রসন্তানের বাবা হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লন্ডন: করোনাকে হারিয়ে ফের নিজের কার্যভার গ্রহণ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ এবার আরও বড় সুখবর এল তাঁর জন্য৷ বরিস জনসনের পার্টনার ক্যারি সিমন্ডস একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন৷

ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস থেকে এই খবর জানানো হয়েছে৷ বিবৃতিতে জানানো হয়েছে, এ দিন সকালে লন্ডনের একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যারি৷ মা এবং সন্তান দু’ জনেই সুস্থ আছেন৷

আরও পড়ুন: ফলো করার ১৮ দিনের মধ্যেই মোদীর টুইটার আনফলো করল হোয়াইট হাউস

ব্রিটেনে করোনা পরিস্থিতি ভয়াবহ। মৃত ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে রোজ। আক্রান্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী নিজেও। তবে সংকটের মধ্যেও স্বস্তি দিয়ে কিছুদিন আগে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে কাজে ফিরেছেন তিনি। তখনই জানা গিয়েছিল, সন্তানসম্ভবা বাগদত্তা ক্যারি। অনেকেই আশঙ্কা করেছিলেন ক্যারি ও তাঁর সন্তানের করোনা হবে না তো? কিন্তু আশঙ্কাকে দূরে সরিয়ে সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন বরিসের বাগদত্তা। ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, ‘বরিস ও ক্যারির জন্য ভীষণ খুশি। এমন সময়ে এই খুশির খবর নিঃসন্দেহে উপভোগ্য।’

প্রসঙ্গত, ২৫ মার্চ বরিস জনসনের সামান্য উপসর্গ ধরা পড়ে। তারপরই ব্রিটেনের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পরামর্শ পরীক্ষা করান। ১০ ডাউনিং স্ট্রিটেই তাঁর নমুনা পরীক্ষা করা হয়। তাতেই দেখা যায়, কোভিড-১৯ (COVID-19) আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী। সেইসময় তিনি সুস্থ ছিলেন। দেশের কাজও চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা হয়নি। হোম আইসোলেশনে থাকার পরও শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না। ছাড়ছিল না জ্বরও। বাধ্য হয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে লন্ডনের একটি হাসপাতালে ভরতি করা হয়।

আরও পড়ুন: নিঃশব্দ শেষযাত্রা! লকডাউনের মুম্বইয়ে সমাহিত ইরফান

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest