Site icon The News Nest

#Breaking: তুফানগঞ্জে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, বিজেপি প্রার্থীকে খুনের চেষ্টার অভিযোগ

tmc bjp 021218

কোচবিহার: বিজেপি ও তৃণমূলকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল তুফানগঞ্জ। শনিবার সন্ধে বেলা এই ঘটনায় আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন। কোচবিহারের বিজেপি প্রার্থী তথা একদা দোর্দণ্ডপ্রতাপ যুব নেতা নিশীথ প্রামাণিকের অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। কিন্তু অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।যদিও কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানিয়েছেন, “দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।” তবে গুলি চালানোর ঘটনার কথা স্বীকার করেনি পুলিশ।

কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক

শনিবার তুফানগঞ্জ এলাকায় প্রচার সারেন বিজেপি প্রর্থী নিশীথ। প্রচুর গাড়ি এবং কয়েকশো বাইক নিয়ে এ দিন রোড শো করেন একদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতা। স্থানীয়রা জানিয়েছেন, সকালে নিশীথকে কালো পতাকা দেখানোর চেষ্টা করেন একদল তৃণমূলকর্মী। তবে নিশীথের মিছিলের জমায়েত দেখে সরে যায় তাঁরা। সন্ধেবেলা নিশীথের কনভয় যখন ফিরছিল তখনই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গিয়েছে, সেই সময় তুফানগঞ্জের ধলপল গ্রামে তৃণমূলের একটি মিছিল চলছিল। নিশীথের কনভয় আর তৃণমূলের মিছিল মুখোমুখি হতেই সংঘর্ষ বেঁধে যায়। বিজেপি-র অভিযোগ, তাদের মিছিলে বিপুল জমায়েত দেখেই, শাসক দল হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করে দলের কোচবিহার জেলা সভাপতি তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “নিশীথ প্রামাণিক প্রচুর গাড়ি নিয়ে ধলপল এলাকায় ঢুকে আতঙ্ক তৈরি করেছেন।”

Exit mobile version