পানাজি : প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। ৬৩ বছর বয়সে মারা গেলেন তিনি। তাঁর প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
গত বছর ফেব্রুয়ারি থেকে অগ্ন্যাশয়ের সংক্রমণে ভুগছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। বিদেশে চিকিত্সা চালানোর পর দিল্লির এইমস এক মাস ভর্তি ছিলেন। তার পর ছুটি করে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই পর্রীকরের চিকিত্সা চলছিল। রবিবার সন্ধ্যায় তাঁর দফতরের তরফে জানানো হয়, অত্যন্ত সঙ্কটজনক অবস্থা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের। চিকিত্সকরা তাঁদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।রবিবার টুইট করে তাঁর মৃত্যুর খবর জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নিজের টুইটার হ্যান্ডলে রাষ্ট্রপতি লেখেন, ‘‘শ্রী মনোহর পার্রীকরের মৃত্যু সংবাদে আমি শোকগ্রস্ত। দীর্ঘদিন ধরে অত্যন্ত সাহসিকতার সঙ্গে যন্ত্রণার সঙ্গে লড়াই করছিলেন তিনি।’’