#Breaking: ফের ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান, প্রাণে বাঁচালেন চালক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিকানের: ফের ভেঙে পড়ল মিগ যুদ্ধবিমান। শুক্রবার বিকানিরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। নাল এয়ারবেসের কাছে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার ওই বিমানটি।তবে প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট। যুদ্ধবিমান ভেঙে পড়ার আগেই নিজেকে ইজেক্ট করে নেন তিনি। ঘটনার তদন্তের জন্য ইতি মধ্যেই একটি কমিটি গঠন হয়েছে।

জানা গিয়েছে,বিকানেরের শোভা সর কি ধানি এলাকায় পড়েছে বিমানের ধ্বংসাবশেষ।প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাখির ধাক্কায় এই ঘটনা ঘটে।দিন কয়েক আগেই জম্মু কাশ্মীরের বদগমে ভেঙে পরে ছিল বায়ুসেনার বিমান। ৬
আধিকারিক ও সাধারণ মানুষের মৃত্যু হয় তাতে।

  • এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে মিগ্ যুদ্ধবিমানকে।
  • ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর যোধপুরে বানার এলাকায় ভেঙে পরে মিগ্ ২৭।
  • ২০১৮ সালের ৫ জুন গুজরাটের কুচ এলাকায় জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে মৃত্যু হয় এয়ার কমান্ডার সঞ্জয় চৌহানের।
  • ২০১৮ -র ২৭ জুন ৩০ এমকেআই ফাইটার বিমান ভেঙে পরে মহারাষ্টের নাসিকে।
  • ২০১৮-র ৮ জুন দুর্ঘটনার মুখে পরে বায়ুসেনার জাগুয়ার বিমান. অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পরে বিমান টি।
  • ওই বছরই ২৩ মে আইএএফ চিতা হেলিকপ্টরটি জম্মু কাশ্মীরে নাথা টপে ভেঙে পরে।
  • ২০ মার্চ একটি হক জেট ভেঙে পরে ঝাড়খন্ড – ওড়িশা সীমান্তে সুবর্ণরেখা নদীর তীরে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest