#BREAKING : লোকসভা নির্বাচন ২০১৯: তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা : মাস পেরোলেই শুরু লোকসভা ভোট। তার আগে গত রবিবারই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই ভোটের ঢাকে কাঠি পড়েছে। একে অপরকে টেক্কা দিতে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক থেকে বিরোধী, সব দলই। বাংলার ৪২টি আসনই দখলের টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার দুপুরে মমতার বাড়িতেই বসে দলের নির্বাচনী কমিটির বৈঠক। সেই বৈঠকেই চূড়ান্ত হয়েছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থীদের নাম। এদিন প্রাথী তালিকা ঘোষণার আগে বিজেপিকে একহাত নেন তিনি। বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রী বলেন, ‘‘দেশে অঘোষিত জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ভয়ঙ্কর উগ্রতাবাদ তৈরি হয়েছে। মানুষে মানুষে বিবাদ তৈরি করা হচ্ছে।’’

দার্জিলিং :  অমর রাই

আলিপুরদুয়ার: দশরথ তিরকে

জলপাইগুড়ি: বিজয়চন্দ্র বর্মণ

রানাঘাট: রূপালি বিশ্বাস

কোচবিহার: পরেশ অধিকারী

বসিরহাট: নুসরত জাহান

রায়গঞ্জ : কানহাইয়ালাল আগরওয়াল

বালুরঘাট: অর্পিতা ঘোষ

মালদহ উত্তর: মৌসম বেনজির নূর

মালদহ দক্ষিণ: মোয়াজ্জেম হোসেন

জঙ্গিপুর: খলিলুর রহমান

মুর্শিদাবাদ: আবু তাহের

বহরমপুর: অপূর্ব সরকার

কৃষ্ণনগর: মহুয়া মৈত্র

বনগাঁ: মমতাবালা ঠাকুর

বারাকপুর: দীনেশ ত্রিবেদী

দমদম: সৌগত রায়

বারাসত: কাকলি ঘোষ দস্তিদার

জয়নগর: প্রতিমা মণ্ডল

মথুরাপুর: সি এম জাটুয়া

ডায়মন্ডহারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়

যাদবপুর: মিমি কক্রবর্তী

কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়

কলকাতা দক্ষিণ: মালা রায়

বিষ্ণুপুর: শ্যামল সাঁতরা

হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়

উলুবেড়িয়া: সাজদা আহমেদ

শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলি: রত্না দে নাগ

আরামবাগ: অপরূপা পোদ্দার

তমলুক: দিব্যেন্দু অধিকারী

কাঁথি: শিশির অধিকারী

ঘাটাল: দীপক অধিকারী (দেব)

ঝাড়গ্রাম: বির্পহা সোরেন

মেদিনীপুর: মানস ভুঁইয়া

পুরুলিয়া: মৃগাঙ্ক মাহাত

বাঁকুড়া: সুব্রত মুখার্জী

বর্ধমান পূর্ব: সুনীল মন্ডল

বর্ধমান দুর্গাপুর: মমতা সঙ্ঘমিত্রা

আসানসোল: মুনমুন সেন

বোলপুর: অসিত মাল

বীরভূম: শতাব্দী রায়

নজরুল মঞ্চে তৃণমূলনেত্রী বলেন, “বিয়াল্লিশে বিয়াল্লিশ, এটাই চূড়ান্ত টার্গেট। ৪২টি আসনই জিতব, এটা কথার কথা নয়, আরও সক্রিয় হতে হবে, অ্যাকশন নিতে হবে।’’ কর্মীদের উদ্দেশে মমতা আরও বলেছিলেন, “কংগ্রেস কী করছে, সিপিএম কী করছে, দেখার দরকার নেই। সিপিএম-কংগ্রেস ভাই ভাই। যে যা খুশি করুন, আমাদের অ্যাকশন নিতেই হবে। যদি না করতে পারেন, তাহলে কীসের তৃণমূল কংগ্রেস!” উল্লেখ্য , পশ্চিমবঙ্গে ৪২টি আসনে মোট ৭ দফায় ভোট হবে। প্রথম দফা ১১ এপ্রিল, দ্বিতীয় দফা ১৮ এপ্রিল, তৃতীয় দফা ২৩ এপ্রিল, চতুর্থ দফা ২৯ এপ্রিল, পঞ্চম দফা ৬ মে, ১২ মে ষষ্ঠ দফা এবং ১৯ মে সপ্তম দফার ভোট হবে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest