আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, জেনে নিন লক্ষ্মীলাভের সহজ পদ্ধতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকে অত্যধিক শুভ মনে করা হয়। বৈশাখ মাসের পূর্ণিমায় গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলে এই তিথি বুদ্ধপূর্ণিমা হিসেবে পালিত হয়। জানুন, বুদ্ধপূর্ণিমার দিন কোন নিয়ম পালনে লক্ষ্মীলাভ হতে পারে।

শাস্ত্র অনুযায়ী, পূর্ণিমার দিন সকাল ১০টা নাগাদ অশ্বত্থ গাছে মা লক্ষ্মীর আগমন ঘটে। এ দিন সকালে অশ্বত্থ গাছতলায় কিছু মিষ্টি এবং পানীয় জল অর্পণ করে ধুপ-ধুনো জ্বেলে লক্ষ্মীর পুজো করে দেবীকে নিজগৃহে আমন্ত্রিত করার কথা শাস্ত্রে বলা হয়েছে।

আরও পড়ুন: Lockdown Effect: বরফ ঢাকা এভারেস্ট দেখা যাচ্ছে বিহারের গ্রাম থেকে! মুহূর্তে ভাইরাল ছবি

বুদ্ধ পূর্ণিমার দিন শিবলিঙ্গে মধু, কাঁচা দুধ, বেলপাতা এবং ফল দিয়ে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হন।

এই দিন সাদা চন্দনে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে প্রলেপ দিলে পারিবারিক কলহ এবং অশান্তি দূর হয়।

বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির প্রবেশদ্বার আমপাতা দিয়ে অবশ্যই সাজাবেন। এতে বাড়ির পরিবেশ শুদ্ধ থাকে।

সুখী দাম্পত্য জীবনের জন্য পূর্ণিমার দিন শারীরিক সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখুন। এদিন জুয়া, মদ্যপান এবং তামসিক বস্তুর সেবন অনুচিত।এই কয়েকটি নিয়ম পালন করলে ব্যক্তির উপর লক্ষ্মীর কৃপা সর্বদা বর্ষিত হয়।

আরও পড়ুন: চোখের পলকেই পেখম মেলে উড়ে গেল ময়ূর! দুর্লভ ভিডিয়োয় মুগ্ধ নেটপাড়া

Gmail

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই দিন গৌতম বুদ্ধের জন্মোৎসব পালন করা হয়ে থাকে। বিশ্বের সব বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে পরিচিত।আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বৌদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। বৈশাখি পূর্ণিমার দিন তাঁর জন্ম, বোধিলাভ ও প্রয়াণ বৈশাখি পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে ‘বুদ্ধ পূর্ণিমা’ বলা হয়ে থাকে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest