ICSE ISC Result Out: 99 percent passed in both Exam

ICSE, ISC Result 2021: ৯৯ শতাংশ পাশের হার ICSE ও ISC-তে, দেখুন রেজাল্ট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রকাশিত হল আইসিএসই (ICSE) ও আইএসসি(ISC)-র ফলাফল। গতবছরের তুলনায় এ বার সার্বিক পাশের হার বেড়েছে বেশি কিছুটা। করোনাকালে পরীক্ষা না হওয়ায় ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করেই পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হয়েছে।

কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা সিআইএসসিই (CISCE)-র তরফে জানানো হয়েছে, আইসিএসই দশম শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে সার্বিক পাশের হার ৯৯.৯৮ শতাংশ, আইএসসি বা দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ক্ষেত্রে পাশের হার ৯৯.৭৬ শতাংশ। আইসিএসই পরীক্ষায় দিল্লি এনসিআরে পাশের হার ১০০ শতাংশ। আইএসসি-র ক্ষেত্রেও দিল্লিতে পাশের হার ৯৯.৯৩ শতাংশ।

এ বছর আইএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৪ হাজার ১১ জন। এরমধ্যে ছেলেদের সংখ্যা ছিল ৫০ হাজার ৪৫৯ ও মেয়েদের সংখ্যা ছিল ৪৩ হাজার ৫৫২। পাশের হারের দিক থেকে ছেলেদের টপকে এগিয়ে রয়েছে মেয়েরাই। যেখানে ছেলেদের পাশের হার ৯৯.৬৬ শতাংশ, সেখানেই মেয়েদের হার ৯৯.৮৬ শতাংশ।

আইসিএসসির মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ১৯ হাজার ৪৯৯। এরমধ্যে ছেলেদের সংখ্যা ছিল ১ লক্ষ ১৮ হাজার ৮৪৬ এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৬৫৩। আইসিএসসি-র ক্ষেত্রে ছেলে ও মেয়ে-উভয় পরীক্ষার্থীরাই ৯৯.৯৮ শতাংশ পেয়েছে।

ক্ষেত্র অনুযায়ী যদি আইএসসি পরীক্ষায় পাশের হার দেখা যায়, দেশের পশ্চিম ও দক্ষিণ অংশই সব থেকে এগিয়ে রয়েছে। সেখানে পাশের হার ৯৯.৯১ শতাংশ। দেশের উত্তর অংশে পাশের হার ৯৯.৭৫ শতাংশ। এরপর রয়েছে দেশের পূর্বাংশ, সেখানে পাশের হার ৯৯.৭০ শতাংশ। বিদেশে পাশের হার ১০০ শতাংশ

আইসিএসই বা দশম শ্রেণির ক্ষেত্রে পাশের ক্ষেত্রেও এগিয়ে দক্ষিণ ভারত। সেখানে পাশের হার ১০০ শতাংশ। এরপরই রয়েছে পশ্চিম অংশ, সেখানে পাশের হার ৯৯.৯৯ শতাংশ। পূর্বাংশে পাশের হার ৯৯.৯৮ শতাংশ এবং উত্তরে পাশের হার ৯৯.৯৭ শতাংশ। বিদেশে পরীক্ষার্থীদের পাশের হার১০০ শতাংশ।

গতকালই বোর্ডের সেক্রেটারি গ্যারি অ্যারাথুন জানিয়েছিলেন, বিগত বছর গুলির মতো এই বছর আইসিএসই ও আইএসই-র উত্তর পত্র পুনর্যাচাইয়ের সুবিধা থাকবে না। তবে যদি গণনা বা ছাপানোয় কোনও ভুল থাকে, তবে তা সংশোধন করার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীকে স্কুল কর্তৃপক্ষের কাছে কারণ জানিয়ে লিখিত আবেদন দিতে হবে।

যদি বোর্ডের তরফে রেজাল্টে কোনও ভুল থাকে, তবে সেক্ষেত্রে সিআইএসসিই-র তরফে স্কুল কর্তৃপক্ষগুলিকে জানানো হবে।

কীভাবে রেজাল্ট দেখবেন? 

১) দা কাউন্সিল ফর দা ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org-তে যান

২) কোর্স বেছে নিন (ICSE নাকি ISC)।

৩) ইউডিআই (Candidate UID), ইনডেক্স নম্বর (Index number) এবং ক্যাপচা (Captcha) দিন।

৪) তারপর ‘Show Result’-এ ক্লিক করু।

৫) ভবিষ্যতের জন্য রেজাল্ট প্রিন্ট-আউট করে রাখুন।

দেখুন আইসিএসই দশম শ্রেণির (ICSE) এবং আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার (ISC) রেজাল্ট – এখানে দেখুন

আরও পড়ুন: সমস্যা নেই স্নাতক স্তরে, UGC-র নির্দেশিকায় প্রশ্ন বাংলায় স্নাতকোত্তরে ভরতি নিয়ে

SMS-এর মাধ্যমে রেজাল্ট জানার উপায়?

১) আইসিএসই দশম শ্রেণির (ICSE) পরীক্ষার রেজাল্ট : নিজের মোবাইলে ICSE<Space><Unique Id> লিখুন। তারপর 09248082883 নম্বরে পাঠিয়ে দিন।

২) আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার (ISC) রেজাল্ট : নিজের মোবাইলে ISC<Space><Unique Id> লিখুন। তারপর 09248082883 নম্বরে পাঠিয়ে দিন।

আরও পড়ুন: সারিফা নয়, মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ৭৯৭ নম্বর পেয়ে প্রথম সুজাপুরের সাদিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest