Site icon The News Nest

Miss Universe 2020: এবারের মিস ইউনিভার্স মেক্সিকান সুন্দরী

miss1

এ বছর মিস ইউনিভার্স মুকুট জিতেছেন মেক্সিকান সুন্দরী আন্দ্রে মেজা। রোববার রাতে ফ্লোরিডায় মিস ইউনিভার্স-২০২১ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে নতুন এই মিস ইউনিভার্সের নাম ঘোষণা করে জুরি বোর্ড।

নতুন মিস ইউনিভার্সের মাথায় বিজয়ী মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী দক্ষিণ আফ্রিকার সুন্দরী জোজোবিনি তুনজি। প্রায় ৩ ঘণ্টা ধরে টেলিভিশনে সম্প্রচার করা হয় পুরো অনুষ্ঠান।

আরও পড়ুন: নদীতে শব ভেসে যাওয়ার ছবি এই দেশের নয়, নাইজেরিয়ার- ‘প্রলাপ’ শুরু কঙ্গনার

ফ্লোরিডার হলিউডে হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বসেছিল মিস ইউনিভার্সের ৬৯তম আসর। সারা বিশ্ব থেকে ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জেতেন ২৬ বছর বয়সী আন্দ্রে মেজা।

মহামারি করোনাভাইরাসের কারণে গত বছর মিস ইউনিভার্সের আসর বসেনি। তবে এবার বেশ জাকজমকপূর্ণভাবেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আসর বসে।

মিস ইউনিভার্স আন্দ্রের পুরো নাম আলমা আন্দ্রে মেজা কারমোনা, জন্ম মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে। তিন বোনের মধ্যে বড় আন্দ্রে। স্কুলের গণ্ডি পেরনোর পর চিহুয়াহুয়া বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করেন তিনি। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর একটি সংস্থায় চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। এরও ১ বছর আগে মডেলিং করতে শুরু করেন আন্দ্রে।

আন্দ্রে ২০১৬ সালে মিস ওয়ার্ল্ড মেক্সিকোর প্রতিযোগী নির্বাচিত হন। ওই বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শেষ পাঁচে ছিলেন আন্দ্রে। ২০১৭ সালে তিনি মিস ওয়ার্ল্ড মেক্সিকো হন। এরপর ওই বছর অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মেক্সিকোর প্রতিনিধিত্ব করেন। ওই বছর মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন ভারতের মানসি চিল্লার। অ্যান্ড্রিয়া হন দ্বিতীয়।

আরও পড়ুন: একগুচ্ছ ফুল দিয়ে ঢাকলেন উর্ধাঙ্গ! জন্মদিনে নতুন পোশাকের অভাব পুরণে অভিনব সাজ অভিনেত্রীর

Exit mobile version